রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ছাত্র আন্দোলনে গৌরীপুরে তিন খুনে দুই মামলায় আসামী শেখ হাসিনা-শেখ রেহানাসহ ৭১১ সহকারী রাজস্ব কর্মকর্তাকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ঈশ্বরগঞ্জ এলডিপি’র দোয়া মাহফিল পরের তরে হোক কিছু নিজের ক্ষতি__আ শ মামুন নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাদের কক্ষ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার শোক দিবসের নামে নৈরাজ্য সৃষ্টি ও ষড়যন্ত্র প্রতিহত মিছিল শেখ হাসিনার বিচার দাবিতে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি  ময়মনসিংহে পূর্বানুমতি ব্যতীত যে কোন ধরনের গণজমায়েত নিষিদ্ধ রাঘবপুর রহমানিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ অনুষ্ঠিত

সাবেক এমপি ছাত্তার নৌকা পাওয়ায় নেতাকর্মীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২৪৫ বার পড়া হয়েছে
সাবেক এমপি ছাত্তার নৌকা পাওয়ায় নেতাকর্মীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

দ্বাদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক পাওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন নেতাকর্মীরা।

রবিবার (২৬ নভেম্বর) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। তালিকায় ঈশ্বরগঞ্জ আসনে সাবেক এমপি আব্দুছ ছাত্তারকে নৌকার মনোনয়ন দেওয়া হয় । খবর পেয়ে সন্ধ্যায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ আনন্দ উল্লাস করেন ছাত্তার অনুসারী নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে জাতীয় পার্টিকে নিয়ে জোট করায় আসনটি ছেড়ে দেয় আওয়ামী লীগ। তখন সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করেছিলেন আওয়ামী লীগ সাবেক এমপি আব্দুছ ছাত্তার। এর আগে ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে রওশন এরশাদ এবং বিএনপির খুররম খান চৌধুরীকে পরাজিত করে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছাত্তার ঈশ্বরগঞ্জে নৌকার এমপি নির্বাচিত হন।সে সময়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার গঠন করে। এরপর আওয়ামীলীগ মনোনীত আব্দুছ ছাত্তারের সাথে ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির শাহ নুরুল কবির শাহীন প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয় ব্যাপক ভোটের ব্যবধানে। এদিকে আব্দুছ ছাত্তারকে নৌকার মনোনয়ন দেওয়ায় আন্দোলন উল্লাসে ফেটে পড়েন নেতাকর্মীরা।

আওয়ামীলীগ মনোনীত নৌকার মাঝি সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার বলেন, কোন বিভেদ নয়, জননেত্রীর দেওয়া উপহার নৌকা প্রতীককে বিজয়ী করতে সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীদের অনুরোধ করছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ (৮) ঈশ্বরগঞ্জ আসনটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিয়ে ঈশ্বরগঞ্জ বাসীর সেবা করার সুযোগ চেয়েছেন তিনি। তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার দেশের প্রত্যেকটি দপ্তরে ব্যাপক উন্নয়ন করেছেন। বঙ্গবন্ধুর কন্যা সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই ঈশ্বরগঞ্জকে ‘স্মার্ট ঈশ্বরগঞ্জ’ হিসেবে গড়ে তোলার মাধ্যমে আমরা “স্মার্ট বাংলাদেশ গরবো”।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন