ময়মনসিংহে ১৫ আগষ্ট শোক দিবসের নামে নৈরাজ্য সৃষ্টি করার অপতৎপরতা ও ষড়যন্ত্র প্রতিহত করণে এবং খুনি হাসিনার ফাসির দাবিতে ময়মনসিংহ নগরীর বিভিন্ন স্থানে ছাত্রদলের মিছিল অনুষ্ঠিত হয়েছে।
নগরীর মাদ্রাসা কোয়াটার এলাকা থেকে শুরু করে বাউন্ডারি রোড, নতুন বাজার, গাংগিনার পাড়, আমপট্টি, দূর্গাবাড়ি, আঠার বাড়ি বিল্ডিং, গোলপুকুর পাড়, সিটি কর্পোরেশন, দলীয় কার্যালয়, জিলাস্কুল মোড়, বোডিং মোড় সহ নগরী জুড়ে ছাত্রদলের সক্রিয় অবস্থান ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হাকিম আজিজ এর নেতৃত্বে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সহ সভাপতি মুজাহিদুল ইসলাম পিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মিয়া, তাহসান সোহাগ, সদস্য সচিব নাজমুল হক সহ অন্যান্যরা।