কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর মৃত্যু
কিশোরগঞ্জের কটিয়াদীতে মো. রিয়াজুল ইসলাম (১০) নামে এক স্কুল ছাত্র সড়ক দুর্ঘটনায় আহত হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মৃত্যু বরন করেছে। রিয়াজুল ইসলাম কটিয়াদী বাজারের জুয়েলারি ব্যবসায়ী মো. আজিজুল হকের পুত্র ও কটিয়াদী স্ট্যান্ডার্ট ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।
কটিয়াদী স্ট্যান্ডার্ট ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মধু সূধন সাহা জানান, সোমবার দুপুরে স্কুল ছুটির পর রিয়াজুল তার বাড়ির অপর সহপাঠীর সাথে রিকশায় চড়ে বাড়ি যাওয়ার পথে কদমতলী মোড়ে নেমে রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেট কার তাকে চাপা দেয়। ফলে রিয়াজুল গুরুতর ভাবে আহত হয় । আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার শারীরিক অবস্থার সংকটাপন্ন দেখে ঢাকায় স্কয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত।