ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার (৬ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল, কুরআন খতম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ১৪৭, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজ হক, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রমজান হোসেন খান জুয়েল সহ বিভিন্ন নেতৃবৃন্দ।