শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে জমে উঠেছে ঈদ বাজার মোহনগঞ্জ-ময়মনসিংহ লোকাল ট্রেনটি চালুর দাবীতে রেলওয়ে মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ মহানগর জামায়াত মোহনগঞ্জ-ময়মনসিংহ লোকাল ট্রেনটি বন্ধ রাখার প্রতিবাদে এবং পুনরায় চালু দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন থানায় অপচিকিৎসার অভিযোগ করায় প্রেসক্লাবে ফেলে সাংবাদিককে পেটালেন সন্ত্রাসীরা ঈশ্বরগঞ্জে ফিলিস্তিনিদের জন্য দোয়া-মোনাজাতে কাঁদলেন রোজাদাররা ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে হাসেম মেম্বারের আত্মার মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দুর্নীতির বিরুদ্ধে ছাত্রসমাজকে রুখে দাঁড়াতে হবেঃ বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক আতিক ‘শোষণমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কুরআনের রাজ কায়েম করতে চাই’- মাওলানা মঞ্জুরুল হক

ঈশ্বরগঞ্জে দুই ওষুধ ব্যবসায়ীকে অর্থদণ্ড

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১০৮৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই ওষুধ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ( ২৯ মে) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার মাইজবাগ ইউনিয়নের দত্তগ্রাম বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজা জেসমিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা, লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার অপরাধে ড্রাগ আইন ১৯৪০ মোতাবেক ওই বাজারের ওষুধ ব্যবসায়ী মো. আবু তাহেরকে ১০ হাজার এবং মো. আঃ ছাত্তারকে ৫ হাজার টাকাসহ দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সহযোগিতায় ছিলেন ময়মনসিংহ ড্রাগ সুপার রেশমা সুলতানা ও তার টিম এবং ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন বলেন, নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে দুই ব্যবসায়ীকে মেয়াদোত্তীর্ণ ওষধ রাখা, লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার অপরাধে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন