শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহ রেড ক্রিসেন্ট ইউনিটের নবগঠিত এ্যাডহক কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত কটিয়াদীতে ইউনিয়ন আ’লীগ নেতা লিটন গ্রেফতার কটিয়াদীতে লিচু খাওয়ায় শিশুর মৃত্যু মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবক নিহত ত্রিশালে নারীর প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত কাজ করার উপর গুরুত্বারোপ কটিয়াদীতে বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ দুইজন গ্রেফতার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে ১১ ব্যাগ ব্লাডসহ ১ (এক) বেসরকারি কর্মচারী আটক ময়মনসিংহে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃওি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান কটিয়াদীতে নাইট টুর্নামেন্ট ফুটবল খেলা অনুষ্ঠিত  রোটারেক্ট ক্লাব অফ ময়মনসিংহ মেডিকেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

নান্দাইলে ৪ হাজার এসএসসি শিক্ষার্থীকে ইউএনও’র খোলা চিঠি

এহছানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইলে ৪ হাজার ৩শত ৭৫ জন শিক্ষার্থীকে খোলা চিঠি দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার। উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নকেই প্রতিফলিত করতে হতাশা, ব্যর্থতা এবং গ্লানিকে আকঁড়ে ধরে বসে না থেকে কঠোর শ্রম, নিষ্ঠা,একাগ্রতা এবং সততার সাথে এগিয়ে যাবার জন্যই এই চিঠি দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক এর হাতে খোঁলা চিঠি হস্তান্তর করে তা উদ্ধোধন করেন। এর মধ্যে উপজেলার ১৪ টি এসএসসি পরীক্ষা কেন্দ্রে ৪ হাজার ৩শত ৭৫ জন শিক্ষার্থীর শিক্ষা উপকরণ পৌঁছে দেওয়া হয়েছে। পরীক্ষার দিন সকল শিক্ষার্থীদের হাতে সেগুলো পৌঁছে দেওয়া হবে।

খোলাচিঠিতে ইউএনও উল্লেখ করেন- এই মুহূর্তে তোমাদের অতি আসন্ন মাধ্যমিক বিদ্যালয় সার্টিফিকেট (এস.এস.সি) পরীক্ষা, সকলকে আমার আন্তরিক অভিনন্দন, দোয়া এবং শুভকামনা। তোমরা তোমাদের শিক্ষাগত যোগ্যতার মাইলফলকের একটি সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছো এই মুহূর্তে, যা তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নকেই প্রতিফলিত করছে। কঠোর শ্রম, নিষ্ঠা, একাগ্রতা এবং সততার সাথে এগিয়ে সেই স্বপ্নের পথকেই সহজ করবে তোমরা। এ পথে হতাশা, ব্যর্থতা এবং গ্লানিকে আকঁড়ে ধরে বসে থাকার কোনো সুযোগ নেই। এই গুরুত্বপূর্ণ পরীক্ষার সাথে সাথে যে চাপ এবং উত্তেজনা আসে তা অতিক্রম করতে হবে অত্যন্ত ধৈর্য, মনোযোগ এবং আত্মবিশ্বাসের সাথে। নিজেদের পরিশ্রমের উপর আস্থা এবং সৃষ্টিকর্তার প্রতি একাগ্র সাধনা এ দুই এর মিশ্রণে তোমরা এগিয়ে যাবে তোমাদের সফলতার পথে।

চিঠিতে তিনি আরও উল্লেখ করেন- তোমাদের সাফল্য কেবল তোমাদের পরিবারের এর জন্য নয়, এ সাফল্য তোমাদের শিক্ষক, বিদ্যালয়, এ উপজেলার এবং জাতির। নান্দাইল উপজেলাকে তোমরা একদিন অত্যন্ত গর্বের সাথে বিশ্ব দরবারে তুলে ধরবে এটিই প্রত্যাশা।এ সময়কালে তোমাদের সুস্বাস্থ্যের জন্য আমি প্রার্থনা করছি। কঠোর শ্রম ফলপ্রসূ ফলাফল বয়ে আনুক এবং ভবিষ্যতে আরোও বড় সুযোগের দ্বার উন্মোচন করুক তোমাদের। তোমাদের আগামীর পথচলা হোক ভীষণ আনন্দময়। ভালো ছাত্র/ছাত্রীর পাশাপাশি তোমরা বেড়ে উঠো আবশ্যিক একজন মানবিক মানুষ হিসেবে, বাবা মায়ের স্বপ্ন পূরণের সারথি হয়ে…… এই শুভকামনায়।

 

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার বলেন-  আমাদের সন্তানেরা কেবলই  পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও ফলাফলের উপর ভিত্তি করে যেন নিজেদের মূল্যায়ন না করে সেটিই বলতে চেয়েছি এই চিঠির মাধ্যমে। কঠোর শ্রম এবং চেষ্টা থাকলে যে কোনো বন্ধুর পথেই সফল হওয়া সম্ভব জীবনের যে কোনো পর্যায়ে এটিকে ধারণ করেই সামনের পথ পাড়ি দিতে হবে সকল শিক্ষার্থীদের।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন