বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ত্রিশালে নারী শান্তি নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির সভা ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন: সভাপতি আব্দুল আউয়াল, সম্পাদক আতাউর রহমান বিরাজনীতিকরণ নাকি রাজনৈতিক সংস্কার-প্রেক্ষাপট বাংলাদেশের ছাত্র রাজনীতি ময়মনসিংহে প্রথমবাবের মতো ভিনদেশী লিলিয়াম ফুলের চাষ ঈশ্বরগঞ্জে ইউএনওর বদলি প্রত্যাহারের দাবিতে বৈষম্যবিরোধীদের মানববন্ধন বাকৃবির নতুন সিন্ডিকেট কমিটি সদস্য বিনার মহাপরিচালক বইলর-ধানীখোলা আহলুস সুন্নাত ওয়াল জামা’য়াতের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন নারীর প্রতি সবধরনের নির্যাতন বন্ধ করে শান্তি ও  নিরাপত্তার জন্য সকলে মিলে সর্বত্র কাজ করতে হবে আত্মোন্নতির জন্য পরিশ্রম ও উদ্যমের কোনো বিকল্প নেই গোটা কুরআন আমাদের কর্মসূচি এটা আমাদের ভুলে গেলে চলবে না- অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের ’শিক্ষক সম্মেলন-২০২৪’ অনুষ্ঠিত

হামিমুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৬৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ’শিক্ষক সম্মেলন-২০২৪’ অনুষ্ঠিত হয়।

শনিবার (১৬ নভেম্বর) সকালে বাংলাদেশ কৃষি বিশ্বিবদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন অডিটোরিয়ামে এই শিক্ষক সম্মেলনের আয়োজন করা হয়।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ ময়মনসিংহ জেলার প্রধান উপদেষ্টা আব্দুল করিমের স্বাগত বক্তব্যের মাধ্যমে ‘শিক্ষক সম্মেলন-২০২৪’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মোঃ বদরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ ড. মুহাম্মদ শাহজাহান মাদানী, প্রধান আলোচক কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ ড. মুফতী আবু ইউছুফ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ ড. আনোয়ার হোসাইন মোল্লা, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ময়মনসিংহ জেলার সভাপতি অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, মহানগর সভাপতি প্রফেসর ড. আবু জোফার মো. মোসলেহ উদ্দিন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের উপদেষ্টা মাওলানা মোজাম্মেল হক আকন্দ, এডভোকট মাহবুবুর রশীদ ফরাজী, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. শাহাব উদ্দিন আহমেদ চৌধুরী, প্রাক্তন অধ্যাপক ও পরমাণু চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডা. গাজী আবুল হোসেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ ময়মনসিংহ মহানগরের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মুফতী মাহফুজুর রহমান পাঠান।

প্রধান আলোচকের বক্তব্যে অধ্যক্ষ ড. মুফতী আবু ইউছুফ খান বলেন, যে সমস্ত শিক্ষার্থী-জনতা নিহত ও আহত হয়েছেন, যাদের জন্য আমরা নতুন বাংলাদেশ পেয়েছি তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। গতকাল একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তার জানাযায় কোন উপদেষ্টা যায়নি। যা খুবই বেদনাদায়ক। আমি ঢাকা শহরে অনেক হাসপাতাল ঘুরে ঘুরে আহতেদরে দেখেছি, যারা গুলিবিদ্ধ হয়েছে তা কেউ পেছন দিক থেকে গুলিবিদ্ধ হয়নি। তারা সামনের দিক থেক গুলিবিদ্ধ হয়েছে। আমাদের এই তরুণ-যুবকরা দেশটা এত ভালোবাসে যে, তারা বন্ধুকের সামনে বুক পেতে দিয়েছে দেশকে স্বাধীন করার জন্য। দেশকে এই শোষক জালিমের হাত থেকে রক্ষা করার জন্য তারা বৈষম্যবিরোধী আন্দোলন করেছে। দেশের জনগণের ওপর যে জগদ্দল পাথর চেপে বসেছিলো তা তারা আন্দোলনের মাধ্যমে সরিয়েছে। যখনই দেশে কোন জালিম শাসক চেপে বসেছে তখনই ছাত্র সমাজ ও সাধারণ জনগণের আন্দোলনের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে।

তিনি আরো বলেন, আমাদের মাদরাসা শিক্ষা ব্যবস্থা অনেক দিন ধরে নানা ধরনের  বৈষম্যের শিকার হয়েছে। সরকার থেকে অন্যান্য সাধারণ এমপিও প্রতিষ্ঠানের শিক্ষকদের মতো সুযোগ সুবিধা মাদ্রাসা শিক্ষকরা পায় না। এই বৈষম্য দূর করতে হবে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের কাজ হচ্ছে সাংবাদিকদের সাথে কথা বলে জাতীয় বাংলা ও ইংরেজি পত্রিকায় যেন আপনাদের দাবি দাওয়া নিয়ে সংবাদ প্রকাশিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। জাতীয় দৈনিকে দাবি দাওয়া নিয়ে সংবাদ প্রকাশিত হলে আপনাদের দাবি আদায় অনেকটা সহজে হয়ে যাবে। আপনাদের প্রতিষ্ঠানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ওয়াজ মাহফিল সহ যাবতীয় অনুষ্ঠানে সাংবাদিকদের দাওয়াত দিবেন। যাতে করে আপনার নিউজগুলো পত্র-পত্রিকায় আসে সে দিকে খেয়াল রাখতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ড. মুহাম্মদ শাহজাহান মাদানী বলেন, স্বৈরাচার সরকার পতনের পর ইসলামী সম্মেলন আবার নতুন করে হয়েছে আলহামদুলিল্লহ। স্মৃতি চারণ করে বলেন, আজকে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) যদি বেঁচে থাকতেন তাহলে আজকে এই অনুষ্ঠান দেখে তিনিই সবচেয়ে বেশি খুশি হতেন। জাতির দুশমন, ইসলামের দুশমন, কুরআনের দুশমন সেই ফ্যাসিস্ট আমাদেরকে কথা বলতে দেয়নি। আমরা ৪/৫ জন কোথায় বসলে সেখানে প্রশাসনের লোক পাঠিয়ে ধরে নিয়ে যেতো এবং নানা ধরনের হয়রানি করতো। আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ রহমতে ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে আমাদের এই জালিমের হাত থেকে রক্ষা করে কাজ করার একটা পরিবেশ তৈরি দিয়েছেন। আমাদের মাদ্রাসরা শিক্ষকদের যোগ্য চরিত্রবান নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

শিক্ষক সম্মেলনে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের ময়মনসিংহ জেলা সহ-সভাপতি মাওলানা আ.ন.ম. আব্দুল্লাহিল বাকী, মাওলানা মঞ্জুরুল হক হাসান, মাওলানা মোছলেহ উদ্দিন, মাওলানা রুকন উদ্দিন, মাওলানা নজরুল ইসলাম, হালুয়াঘাট উপজেলা সভাপতি মাওলানা হারেছ উদ্দিন পাঠান, ফুলপুর উপজেলা সভাপতি মাওলানা মেছবাহুল ইসলাম, ফুলবাড়ীয়া উপজেলা সভাপতি মাওলানা আব্দুল হক, ভালুকা উপজেলা সভাপতি ও ময়মনসিংহ জেলার সহকারী সেক্রেটারি  মাওলানা শাহাব উদ্দিন, নান্দাইল উপজেলা সভাপতি ও ময়মনসিংহ জেলার সহকারী সেক্রেটারি  মাওলানা আব্দুস সালাম, ত্রিশাল উপজেলা সভাপতি ও ময়মনসিংহ জেলার সহকারী সেক্রেটারি  মাওলানা আনিছুর রহমান, মুক্তাগাছা উপজেলা সভাপতি ও ময়মনসিংহ জেলার সহকারী সেক্রেটারি  মাওলানা আনোয়ার হোসাইন, ঈশ্বরগঞ্জ উপজেলা সভাপতি ও ময়মনসিংহ জেলার সহকারী সেক্রেটারি  মাওলানা আতিকুর রহমান সিদ্দিকী।

এছাড়াও শিক্ষক সম্মেলনে ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন