তাঁহারে ছাড়িয়ে কে যাবে বলো?
বলোনা সাধ্য কার?
তিনি আকাশ পাতাল নখদর্পনে রাখেন,
সাগর নদী পাহাড়।
তাঁহার, স্বর্গ মর্ত্যের হিসাব রাখা
নিমিষের মিটিয়ে নেন,
তিনি একাল সেকাল সকাল বিকাল
সকল যাঁহার জ্ঞান।
আমি চোখ মেলে ঐ সবই দেখি
বিশ্বাসে অপ্রতুল,
আমি বিশ্বাসে কভু কালিমা লাগাই
অন্তরে পুষে ভুল।
আমি ভুল শুদ্ধের মায়ায় পড়িয়া
করি হা-হুতাশ,
আমি সঁপিতে চাহি চরণে তোমার
অন্তরে এ মোর আশ।