মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসবের আয়োজনে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত আমরা ১৭ বছর একটি বর্বর জাহেলি যুগ পার করে এসেছি- অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঈশ্বরগঞ্জে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হারুনের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ঈশ্বরগঞ্জে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন-সিজন ২১ উপলক্ষ্যে আব্দুল্লাহ এন্টারপ্রাইজ এর সারাদিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজন ত্রিশালে নারী শান্তি নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির সভা ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন: সভাপতি আব্দুল আউয়াল, সম্পাদক আতাউর রহমান বিরাজনীতিকরণ নাকি রাজনৈতিক সংস্কার-প্রেক্ষাপট বাংলাদেশের ছাত্র রাজনীতি ময়মনসিংহে প্রথমবাবের মতো ভিনদেশী লিলিয়াম ফুলের চাষ

আমরা ১৭ বছর একটি বর্বর জাহেলি যুগ পার করে এসেছি- অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

আব্দুল বারী, ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৭ বছরের একটি কালো যুগ আমরা পার করে এসেছি। রাসূল (সাঃ) পৃথিবীতে আসার আগে যে বর্বর যুগে শিরিক, বিদআত, হত্যা, রাহাজানি, ধর্ষণ মানুষে মানুষে হানাহানি ছিলো। মানবতার যে অবিবারম রক্তক্ষরণ হচ্ছিলো এই অসভ্য বর্বর যুগকে ইতিহাসের পাতায় আইয়ামে জাহেলিয়াত বলে অবহিত করা হয়। আমরা ১৭ বছর একটি বর্বর জাহেলি যুগ পার করে এসেছি। যে যুগে আমাদের কোন ভোটাধিকার ছিলো না। গণতন্ত্র ছিলো না। ধর্মীয় অধিকার ছিলো না। আইনের শাসন ছিলো না। অর্থনৈতিক অধিকার ছিলো না। আমাদের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, ক্ষধার্ত মানুষের খাবার নেই, নিরন্ন মানুষের আহাজারি এবং অন্নহীন বস্ত্রহীন মানুষের কান্নায় এই বাংলার আকাশ বাতাস ভারী হয়েছে।

শনিবার (০৪ জানুয়ারি) ময়মনসিংহ জেলা জামায়াতের মুক্তাগাছা উপজেলার কর্মী সম্মেলেন তিনি এসব কথা বলেন।

মুক্তাগাছা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শামছুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক এমপি ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, এক দলীয় কর্তৃত্ববাদী, এক ব্যক্তি, এক নেতৃত্ব শেখ পরিবার একটি দলের নেতৃত্বে বাংলাদেশ জিম্মি হয়ে জাহেলিয়াতে অন্ধাকের ডুবে গিয়েছিলো। আওয়ামী লীগের লোক না হলে চাকরি হবে না। তাদের ছেলে না হলে ব্যবসা হবে না। শেখ পরিবারের লোক না হলে ব্যবসা বাণিজ্য চাকরি জীবন জীবিকার কোন নিরাপত্তা ছিলো না। আজকে সতেরো আঠারোটি বছর আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের সন্তানদের চাকরি-বাকরি, রাজনীতি অর্থনীতি সব তছনছ করে দেয়া হয়েছে। সেই জন্য আমরা বলি আমরাও একটি জাহেলিয়াতের যুগ পার করেছি। আমরা একটা কালো যুগ পার করেছি।

তিনি আরো বলেন, গণতন্ত্রের কথা বলে উনারা ক্ষমতায় আসলেন কিন্তু ক্ষমতায় এসে তিনি গণতন্ত্রের কথা সব ভুলে গেলেন। ২০১৪, ২০১৮ ও ২০২৪ এ তিনটা নির্বাচন হয়েছে। পনেরোটি বছর পার হয়েছে আমরা ভোট দিতে পারিনি। আমওয়ামী কর্তৃত্ববাদী শাসক দিনের ভোট রাতে কেটেছে, ডামি ভোট দিয়েছে। ভোটাররা ভোট কেন্দ্রে ভোট দেয়ার জন্য রওনা দিয়েছে সকালে। রাস্তায় গাড়ি আটকিয়ে ছাত্রলীগ, যুবলীগ, আওমী লীগ আর পুলিশ লীগ ভোট কেন্দ্র যেতে দেয়নি। এরা বলেছে ভোট হয়ে গেছে বাড়ি চলে যান। জোর করে যদি কেউ ভোট কেন্দ্রে গিয়েছে তাহলে মেরে আহত করে দিয়েছে। প্রিজাইডিং অফিসার বলেছে ভ্যালট পেপার শেষ হয়ে গিয়েছে বাড়ি চলে যান। বাংলাদেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এটা কি গণতন্ত্র হতে পারে? এই কালোযুগে এইভাবে আমাদের ভোটাধিকারকে হত্যা করা হয়েছে।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ভাষা আন্দোলনের সৈনিক ঢাকসুর জিএস অধ্যাপক গোলাম আযম ঐতিহাসিক কেয়ারটেকার সরকারের ধারণা এবং ফর্মুলা এই জাতির সামনে পেশ করেছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই ঐতিহাসিক ফর্মুলা আওয়ামী লীগ ও বিএনপি একে একে ধারণ করেছিলো। নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা বার বার আন্দোলন করেছি। সেটা গৃহীত হয়েছিলো। হাসিনা ক্ষমতায় এসে ভোট ডাকাতি করবে বলে, গণতন্ত্র ধ্বাংস করবে বলে এবং অন্য কেউ ক্ষমতায় না আসুক এজন্য কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করে। ফ্যাসিস্ট কর্তত্ববাদী হিটলারের মত শাসন কায়েম করবে বলে সে এই কাজটি করেছিলো। তবে আমাদের আমীর সাহেব বলেছেন জাতির বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে ফ্যাসিবাদের হাত থেকে দেশকে স্থায়ীভাবে রক্ষা করার লক্ষ্যে ফ্যাসিবাদী বিরোধী যেকোন রাজনৈতিক শক্তি এবং ঐক্যের সাথে ঐক্য করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজি আছে।

কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামিউল হক ফারুকী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিম, নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন, সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, সহ-সেক্রেটারি এডভোকেট মাহবুবুর রশিদ ফরাজী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফখরুল ইসলাম, মহানগর ছাত্রশিবিরের সভাপতি শরিফুল ইসলাম খালিদ।

এছাড়াও কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার সহ মুক্তাগাছা উপজেলা জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন