আমি এক অখ্যাত কবি, তবুও করি কবিতায় প্রতিবাদ
আমি বিদ্রোহী কবির উত্তরসূরী সইনা অন্যায় অপবাদ।
আমি কুলি হতে পারি তবুও আমি এক মানব সন্তান
আমি আপনার বোঝা মাথায় তুলে বাঁচাই সেই সম্মান।
আমি মুচি হতে পারি তবুও কাজে লাগি প্রায় প্রতিদিন
আমি যত্নে জুতো পালিশ করে গায়ে মাখি কালির চিন্।
আমি হতে পারি এক ভ্যানগাড়ি ওয়ালা বইছি মালামাল
আমি গতকালইতো দামী সুকেশ পৌছালাম খুব সকাল
আমি রিকসাওয়ালা হতে পারি নেই বিশেষ আপনজন,
আমি আজ সকালে কোর্টে গেলাম তোমারই প্রয়োজন
আমি সামান্য এক ফেরিওয়ালা চা পান বিকিয়ে চলি
আমি চায়ের কাপে সেবিকা সেজে বিনীতভাবেই বলি।
আমি এক বাদামওয়ালা তোমাদের কাছে ছোটলোক,
আমি বাদাম বাদাম গান গেয়ে যাই মাছির মায়ের শোক
আমি কুলি, মুচি, ভ্যানগাড়িওয়ালা, রিক্সাওয়ালা মানুষ
আমি চায়ের কাপে ঝড় তুলে যাই বাদামে করি আপোষ
আমি তোমাদের সব কাজে আসি স্বীকার করো তবু
আমি কখনো আবার বাধ্যহয়ে বলি ক্ষমা করে দেন প্রভু
আমি মুটেমজুর যা-ই হইনা কেন আমারও একই রক্ত,
আমি যখন তখন রুখতে পারি করে প্রতিরোধ শক্ত।
আমি বিদ্রোহী হবো অন্যায় ঠেকাতে সত্য করতে জয়
আমি এখন আর পরোয়া করিনা লক্ষ কোটি সংশয়।