বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মের জন্য একটা নিরাপদ গৌরীপুর গড়াই আমার লক্ষ্য – মাওলানা বদরুজ্জামান প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তির তাৎপর্য নিয়ে সমাজ সেবার সেমিনার অনুষ্ঠিত আমরা নির্বাচিত হলে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত নগর গঠন করবো-মাওলানা এমরুল গৌরীপুর প্রবেশদ্বারের প্রধান সড়কের দেড় কিলোমিটার ভাঙা অংশ সংস্কার ধানের শীষের মনোনয়নপত্র পরিবর্তনের দাবিতে বিক্ষোভ গৌরীপুরে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থীর মোটর সাইকেল শোভাযাত্রা ময়মনসিংহে এমটিএফের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি ধোবাউড়ায় “ফুড সিকিউরিটি এন্ড লাইভলিহুড (এফএসএল)” প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত ১ যুগেও পদোন্নতি হয়নি আড়াই হাজার প্রভাষকের, ১২ নভেম্বরের মধ্যে আদেশ জারির আলটিমেটাম ময়মনসিংহে নবায়নযোগ্য জ্বালানি নীতিতে কৃষিবিদ্যুৎ অন্তর্ভুক্তির দাবিতে প্রচারাভিযা

ঈশ্বরগঞ্জে আউশের ভালো ফলনে কৃষকের মুখে হাসির ঝলক

এহছানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১১৯৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চলতি মৌসুমে আউশ ধানের ভালো ফলন হয়েছে। কোথাও চাষিরা ধান কাটতে শুরু করেছে, আবার কোথাও শিগগিরই কাটা শুরু করবে। ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। কৃষকের পরিবারগুলোতেও দেখা যাচ্ছে খুশির ঝলক।

ধান চাষিরা বলছেন, আউশ ধান চাষে খরচ কম। সরকারি কিছু সহায়তা পাওয়া গেছে। বাজারে ধানের দাম ভালো। এ কারণে তারা এবার আউশ ধান চাষে ঝুঁকেছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত আউশ মৌসুমে উজেলায় ২৪০ হেক্টর জমিতে আউশ ধানের চাষ হয়েছিল। এবার চাষ হয়েছে ৩২০ হেক্টর জমিতে। গত মৌসুমের চেয়ে এবার ৮০ হেক্টর বেশি জমিতে আউশ ধানের আবাদ করা হয়েছে। এবার আউশে ব্রিধান-৪৮,৮৫, ৯৮ এবং বিনাধান-১৯ জাতের ধানের চাষ হয়েছে।

কৃষি অফিস বলছে, এবার উপজেলার ৫০০ জন কৃষককে আউশ চাষে প্রণোদনা দেওয়া হয়েছে। প্রত্যেক কৃষক ৫ কেজি করে বীজধান, ১০ কেজি করে ডিএপি (ডাই অ্যামোনিয়াম ফসফেট) এবং ১০ কেজি করে এমওপি (মিউরেট অব পটাশ) সার পেয়েছেন।

বৃহস্পতিবার উপজেলার কয়েকটি এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে, কোথাও কোথাও ধানগাছ থেকে শীষ বের হচ্ছে। আবার কোথাও ধান পাকতে শুরু করেছে। কোথাও আবার আউশ চাষিরা ধান কাটা, ধানের আঁটি বাঁধা এবং ধান মাড়াইয়ের কাজে ব্যস্ত।

উপজেলার বড়হিত ইউনিয়নের বড়হিত গ্রামের কৃষক আমিনুল(৪০) বলেন, এবারেই প্রথম আমার ৭০ শতাংশ পতিত জমিতে আউশ ধান চাষ করেছি। ফলনও খুব ভালো হয়েছে। এসময়ে খড়ের চাহিদা থাকায় ধান ক্ষেতে থাকতেই লোকজন খড়ের জন্য যোগাযোগ করছে। বাজারে ধানের দামও বেশ ভালো। উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও সহায়তায় আউশধান চাষ করেছি। তিনি আরও জানান, তার জমির ধান ৪-৫ দিনের মধ্যে কাটবেন। তারা আশা করছেন প্রতি কাঠায় ৪-৬ মণ ধান পাবেন।

একই ইউনিয়নের পাড়া পাঁচাশি গ্রামের শফিকুল ইসলাম(৫০)বলেন, কৃষি অফিসের পরামর্শে ৫০ শতাংশ জমিতে আউশ ধান চাষ করে বাম্পার ফলন পেয়েছি। ধান,বন(খড়) ও ধানের দামও ভালো।
তিনি বলেন, আউশ ধানের খরচ বোরো ধানের অর্ধেক। এবার আবহাওয়া খুব ভালো ছিল। কৃষি অফিস থেকে কিছু সহায়তাও পেয়েছি। ধানের এবার ভালো ফলন হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান বলেন, এবছর আউশধানের ফলন ভালো হয়েছে। যাঁরা আউশধান চাষ করেছে ফলন ভালো হওয়ায় অন্য কৃষকরাও আউশধান চাষে উৎসাহী হচ্ছে। ধানের দাম ভালো। তা ছাড়া, আউশ ধান চাষে খরচ কম। উপজেলায় এবার ৩২০ হেক্টর বেশি জমিতে আউশ ধানের চাষ হয়েছে। উপজেলার আউশ চাষিরা কৃষি বিভাগের পরামর্শে সঠিক সময়ে আউশ ধান রোপণ ও বপনের কাজ করেছে। যে কারণে খুব ফলন ভালো হয়েছে ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন