বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বর্নাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নতুন রেজিস্ট্রারের দক্ষতায় নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক জটিলতা এখন শূন্যের কোঠায়, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা প্রবাসীর হারিয়ে যাওয়া আইফোন ও স্বর্ণালঙ্কারের ব্যাগ ফেরত দিলেন বাকৃবি শিক্ষার্থী তথ্য অধিকার আইন মানছে না গৌরীপুরের পিআইও, সংবাদকর্মীদের ক্ষোভ-অসন্তোষ মাসে লাখ টাকা আয় করেন গৌরীপুরের তরুণ উদ্যোক্তা ইয়াসিন শাওন সমৃদ্ধ উলিপুর গড়ার লক্ষ্যে সাংবাদিকদের সাথে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী’র মত বিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে জিপিএ-৫ প্রাপ্ত ১ হাজার শিক্ষার্থীকে সংবর্ধিত করল ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ মহানগর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সরকারি স্কুলের পাশে অবৈধ ইটভাটা নির্মাণ,বন্ধের দাবী এলাকাবাসীর কুড়িগ্রামে চরাঞ্চলের মানুষের ভাগ্য বদলে কাজ করছেন -ডিসি নুসরাত সুলতানা

ঈশ্বরগঞ্জে ট্রেনে কাটা পড়ে সেনা সদস্যের মৃত্যু

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৮৫০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রেনে কাটা পড়ে রুহুল আমিন খান মুজাহিদী ওরফে সুলতান খান (৫৫) নামের এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলার ময়মনসিংহ -কিশোরগঞ্জ রেল লাইনের ঈশ্বরগঞ্জ অংশে ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের সৈয়দ ভাকুরী গ্রামে আনুমানিক ভোর ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের ভাতিজা মোঃ বদরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রুহুল আমিন খান মুজাহিদী ওরফে সুলতান খান উপজেলার সোহাগি ইউনিয়নের চট্টি গ্রামের মৃত আঃ মুমিন খানের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়িতে ফিরে আসেনি। নিহতের ভাতিজা মোঃ বদরুল আলম খান বলেন, চাচা সুলতান খান মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি আরও জানান, সুলতান খান সেনা একজন সেনা সদস্য ছিলেন। ৭ বছর চাকরি করার পর এক গারো মেয়েকে বিবাহ করলে পরিবার তা মেনে নেয়নি তখন থেকেই তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে।

নিহতের ভাগিনা আরিফ আহমেদ বলেন, ট্রেনে কাটা পড়ে মামার বাম পা কেটে যায় এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে নিজ বাড়িতে বাদ জোহর চট্টি বায়তুন নূর জামে মসজিদ পারিবারিক কবরস্থানে দাফন করি।
এবিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, এ ঘটনার বিষয়ে আমি অবগত নই।

এসম্পর্কে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, জানতে পেরেছি একজন সেনা সদস্য রেললাইন পাড় হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। এটি রেলওয়ে থানা পুলিশের বিষয়। এবিষয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন