রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কুড়িগ্রাম জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ময়মনসিংহে বর্নাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নতুন রেজিস্ট্রারের দক্ষতায় নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক জটিলতা এখন শূন্যের কোঠায়, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা প্রবাসীর হারিয়ে যাওয়া আইফোন ও স্বর্ণালঙ্কারের ব্যাগ ফেরত দিলেন বাকৃবি শিক্ষার্থী তথ্য অধিকার আইন মানছে না গৌরীপুরের পিআইও, সংবাদকর্মীদের ক্ষোভ-অসন্তোষ মাসে লাখ টাকা আয় করেন গৌরীপুরের তরুণ উদ্যোক্তা ইয়াসিন শাওন সমৃদ্ধ উলিপুর গড়ার লক্ষ্যে সাংবাদিকদের সাথে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী’র মত বিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে জিপিএ-৫ প্রাপ্ত ১ হাজার শিক্ষার্থীকে সংবর্ধিত করল ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ মহানগর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সরকারি স্কুলের পাশে অবৈধ ইটভাটা নির্মাণ,বন্ধের দাবী এলাকাবাসীর

ঈশ্বরগঞ্জে তীব্র তাপদাহের পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্বস্তির বার্তা

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৫২৩ বার পড়া হয়েছে

টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা তাপদাহে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জবাসীর জীবন অসহনীয় হয়ে উঠেছিল। গত কয়েকদিনের ভ্যাপসা গরমে পুড়তে হয় ঈশ্বরগঞ্জবাসীকে। তাই বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষায় ছিলেন তারা। অবশেষে প্রতীক্ষার অবসান হলো। বৃহস্পতিবার বিকেলে কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা পেয়েছেন ঈশ্বরগঞ্জবাসী। বিকেল থেকে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। ক্রমেই বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। টানা কয়েকদিনের তাপদাহের পর এ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্বস্তি ফিরেছে নাগরিক জীবনে।

এদিকে বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই স্ট্যাটস ও লাইভ দিতে শুরু করেন। কেউ লিখেছেন- ‘আলহামদুলিল্লাহ’ আল্লাহর রহমতের বৃষ্টি হচ্ছে। আবার অনেকেই বিভিন্ন বাক্যে নিজেদের অনুভূতি প্রকাশ করছেন।
তাদের মধ্যে উপজেলার জাটিয়া ইউনিয়নের মোফাক্কারুল ইসলাম নামে একজন বলেন,গত কয়েকদিনের টানা তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠেছিল। গরমে কাজ করতে পারছি না, ঘুমাতে পারছিলাম না।এমনকি খেতেও পারছিলাম না। আজ সকাল থেকেই আকাশ মেঘে ডাকা ছিলো। দুপুর থেকে শুরু হয় হালকা বাতাস, অবশেষে বিকেলে শুরু সেই কাঙ্খিত বৃষ্টি। বৃষ্টিতে ভিজে প্রকৃতি ঠান্ডা হয়েছে। আমরাও স্বস্তি ফিরে পেয়েছি ।

অপরদিকে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার সাইদুল ইসলাম নামের একজন বলেন, গরম ও লোডশেডিংয়ে আমরা খুব কষ্টে আছি।আমরা গরীব মানুষ। আইপিএস বা সোলার, কিছুই নেই বাড়িতে। তাই বৃষ্টিইএকজন বলেন, গরম ও লোডশেডিংয়ে আমরা খুব কষ্টে আছি।আমরা গরীব মানুষ। আইপিএস বা সোলার, কিছুই নেই বাড়িতে। তাই বৃষ্টিই আমাদের একমাত্র উপায় স্বস্তি পেতে। আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া ছাড়া আর কোন উপায় নাই আমাদের কাছে। আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। বৃষ্টি দিয়েছেন। রাতে ভালো ঘুম হবে।

প্রসঙ্গত গত দুই সপ্তাহে ঈশ্বরগঞ্জে গড় তাপমাত্রা ছিলো ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। যেকারণে প্রচন্ড তাপদাহের সাথে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে ওঠেছিল জনজীবন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন