একটাই লক্ষ্য- হতে হবে দক্ষ- “বাড়ছে সুযোগ বাড়ছে কাজ, কারিগরি শিক্ষা নেব আজ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫ শনিবার ২৭ সেপ্টেম্বর দিনব্যাপী ইনস্টিটিউট ভবনে বিভিন্নরকম স্টলে অনুষ্ঠিত হয়েছে। এরপর দুপুরে ইনস্টিটিউটের কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোছাঃ শাহনাজ মিঠুন মুন্নি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মোঃ বেলায়েত হোসেন আঞ্চলিক পরিদর্শক রংপুর এবং মোঃ মেহেদী হাসান গ্রাফিক ডিজাইনার এ্যাসেট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। এ সময় কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মন্ডলী ও স্টাফগণ সহ শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন প্রধান ও বিশেষ অতিথিসহ অধ্যক্ষ এবং শিক্ষকবৃন্দ।