রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে রোগিদের হেনস্থাকারী চাঁদাবাজ দালাল চক্রের ৫ জন গ্রেফতার ন্যায়ের পথে হস্তক্ষেপ হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শাপলা প্রতীক নিয়েই এনসিপি নির্বাচনে অংশ নিবে-সারজিস আলম সময় এসেছে তরুণদের কণ্ঠস্বরকে মূল্য দেওয়ার-অমিত রায় নভেম্বরের ভিতরেই গণভোটের আয়োজন করতে হবে-কামরুল আহসান এমরুল কুড়িগ্রামের উলিপুরে ফাজিল পরীক্ষা কেন্দ্রের ভেন্যু স্থানান্তরে অসন্তোষের সৃষ্টি হয়েছে মানুষের কাছ থেকে ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায়ের চেষ্টা করছি-ওয়াহাব আকন্দ আমরা এমন এক প্রজন্ম গড়ে তুলি যারা জ্ঞান, চরিত্র ও দায়িত্ববোধে উজ্জ্বল- আসিফ আব্দুল্লাহ ময়মনসিংহে পাঁচ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ ও কর্মীদের ত্যাগ-কোরবানী বাংলাদেশের জমিনকে উর্বর করেছে – মাও. আব্দুল হালিম

একে একে তিন গরু জবাই, লাইনে দাঁড়িয়ে সুলভ মূল্যে নিলেন নিম্নআয়ের মানুষ

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

সোমবার সকালে শুরু হয় গরু জবাইয়ের তোড়জোড়। আগেরদিন রাতে (রবিবার দিনগত রাত) তিনটি বড় আকারের গরু কিনে আনা হয় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে। এদিন রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এক স্ট্যাটাসে জানিয়ে দেন ‘(১০ মার্চ)সকালে নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু এবং যুগ্ম-আহব্বায়ক এ.কে.এম হারুন অর রশিদ হারুনের পক্ষ থেকে তিনটি গরু জবাই করা হবে।

জানা গেছে,পহেলা রমজান থেকে শুরু হওয়া ঈশ্বরগঞ্জ পরিষদ চত্বরে সুলভ মূল্যের হাটে ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস। সোমবার তিনটি গরু জবাইয়ের খবরে সকাল থেকেই মাংস কিনতে উপজেলা চত্ত্বরে ছিলো মানুষের উপচেপড়া ভীড়। একজন ক্রেতা সর্বোচ্চ ১ কেজি সর্বনিম্ন ২৫০ গ্রাম গরুর মাংস কিনতে পারার পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল সাড়ে ১০ টায় শুরু হয় মাংস বিক্রি। মাত্র দেড় ঘন্টার ব্যবধানেই শেষ হয়ে যায় জবাই করা ৩টি গরুর ১৬ মণের চেয়েও বেশি মাংস। ৪ লক্ষ ২১ হাজার টাকা দিয়ে কেনা তিনটি গরুর মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি করেও আসল টাকা উঠে আসে উদ্যোক্তাদের।

লাইনে দাঁড়িয়ে মাংস কিনে বাড়ি যাওয়ার পথে নজরুল ইসলাম নামে এক ক্রেতা বলেন,’ বাজারে ১ কেজি গরুর মাংস ৭৫০ টাকা দিয়ে কিনতে হয়। কিন্তু উপজেলা পরিষদের সুলভ মূল্যের হাট থেকে ১ কেজি মাংস ৬৫০ টাকায় কিনেছি। এতে একদিকে যেমন কেজিতে ১০০ টাকায় আশ্রয় হয়েছে,অন্যদিকে গরুর ফ্রেশ মাংসটা পাওয়া পেয়েছি। তাই একটু কষ্ট হলেও লাইনে দাঁড়িয়েছি মাংস কিনে ভালো লাগছে।

এ ব্যাপারে উপজেলা বিএনপির যুগ্ম-আহব্বায়ক ও ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি একেএম হারুন অর রশিদ হারুন বলেন,’ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সহযোগীতায় এবং উপজেলা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের সার্বিক তত্ত্বাবধানে তিনটি গরু জবাই করে সুলভ মূল্যে বিক্রি করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সুলভ মূল্যের এই হাট পবিত্র সিয়াম সাধনার মাসে মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। আমরা আরও কয়েকটি গরু- মহিষ জবাইয়ের প্রস্তুতি নিচ্ছি। আমাদের এই কার্যক্রম ২৮ রমজান পর্যন্ত চলমান থাকবে ইনশাআল্লাহ।

একে একে তিন গরু জবাই, লাইনে দাঁড়িয়ে সুলভ মূল্যে নিলেন নিম্নআয়ের মানুষ

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি:

সোমবার সকালে শুরু হয় গরু জবাইয়ের তোড়জোড়।  আগেরদিন রাতে (রবিবার দিনগত রাত) তিনটি বড় আকারের গরু কিনে আনা হয় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে। এদিন রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এক স্ট্যাটাসে জানিয়ে দেন ‘(১০ মার্চ)সকালে নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু এবং যুগ্ম-আহব্বায়ক এ.কে.এম হারুন অর রশিদ হারুনের পক্ষ থেকে তিনটি গরু জবাই করা হবে।

জানা গেছে,পহেলা রমজান থেকে শুরু হওয়া ঈশ্বরগঞ্জ পরিষদ চত্বরে সুলভ মূল্যের হাটে ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস। সোমবার তিনটি গরু জবাইয়ের খবরে সকাল থেকেই মাংস কিনতে উপজেলা চত্ত্বরে ছিলো মানুষের উপচেপড়া ভীড়। একজন ক্রেতা সর্বোচ্চ ১ কেজি সর্বনিম্ন ২৫০ গ্রাম গরুর মাংস কিনতে পারার পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল সাড়ে ১০ টায় শুরু হয় মাংস বিক্রি। মাত্র দেড় ঘন্টার ব্যবধানেই শেষ হয়ে যায়  জবাই করা ৩টি গরুর ১৬ মণের চেয়েও বেশি মাংস।  ৪ লক্ষ ২১ হাজার টাকা দিয়ে কেনা তিনটি গরুর মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি করেও আসল টাকা উঠে আসে উদ্যোক্তাদের।

লাইনে দাঁড়িয়ে মাংস কিনে বাড়ি যাওয়ার পথে নজরুল ইসলাম নামে এক ক্রেতা বলেন,’ বাজারে ১ কেজি গরুর মাংস ৭৫০ টাকা দিয়ে কিনতে হয়। কিন্তু উপজেলা পরিষদের সুলভ মূল্যের হাট থেকে ১ কেজি মাংস ৬৫০ টাকায় কিনেছি। এতে একদিকে যেমন কেজিতে ১০০ টাকায় আশ্রয় হয়েছে,অন্যদিকে গরুর ফ্রেশ মাংসটা পাওয়া পেয়েছি। তাই একটু কষ্ট হলেও লাইনে দাঁড়িয়েছি মাংস কিনে ভালো লাগছে।

এ ব্যাপারে উপজেলা বিএনপির যুগ্ম-আহব্বায়ক ও ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি একেএম হারুন অর রশিদ হারুন বলেন,’ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সহযোগীতায় এবং উপজেলা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের সার্বিক তত্ত্বাবধানে তিনটি গরু জবাই করে সুলভ মূল্যে বিক্রি করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সুলভ মূল্যের এই হাট পবিত্র সিয়াম সাধনার মাসে মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। আমরা আরও কয়েকটি গরু- মহিষ জবাইয়ের প্রস্তুতি নিচ্ছি। আমাদের এই কার্যক্রম ২৮ রমজান পর্যন্ত চলমান থাকবে ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকতা(ইউএনও) মো. এরশাদুল আহমেদ বলেন,’ রোজা উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সুলভ মূল্যের হাটে মাছ,মাংস, ডিম,শাক-সবজি, নানা জাতের ফল ও ইফরতার সামগ্রীসহ বিভিন্ন ধরণের নিত্যপ্রয়োজনীয় পণ্য সুলভ মূল্যে বিক্রি করা হচ্ছে। তিনি আরও বলেন, বিনা লাভে উপজেলা পরিষদের উদ্বৃত্ত তহবিল থেকে ভর্তুকি মূল্যে এবং বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের বাস্তবায়নে ৩২ স্টলে  এসব পণ্য বিক্রি করা হচ্ছে। এই  বাজারে বিক্রেতাদের কোন খাজনা দিতে হয় না। আর পুরো রমজান মাস জুড়েই নিম্ন আয়ের মানুষসহ সকলের জন্য এই বাজার চালু থাকবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন