শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তাগাছায় বিএনপি প্রার্থীর ব্যাপক গণসংযোগ শুনানি পূর্বক আগামী ১৭ জানুয়ারী রায়ের দিন ধার্য করা হয়েছে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরীপুরে শিবিরের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে তরুণদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত চোর সন্দেহে পিটিয়ে হত্যা জঘন্যতম অপরাধ চরমভাবে মানবাধিকার লংঘন করা হয়েছে ময়মনসিংহে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ময়মনসিংহে ইন্টার্ন ডক্টরস সোসাইটির শীতবস্ত্র বিতরণ পরকীয়া প্রতিরোধে আইন চেয়ে ভুক্তভোগী স্বামীর সংবাদ সম্মেলন ময়মনসিংহে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাজাসহ মাদক কারবারি গ্রেফতার কুড়িগ্রামে চারটি সংসদীয় আসনে মোট ৩০টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে

এ.টি.এম আজহারের বেকসুর খালাসে ময়মনসিংহ মহানগর জামায়াতের শুকরানা নামাজ ও দোয়া মাহফিল

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৭১২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এ.টি.এম আজহারুল ইসলাম বেকসুর খালাস পাওয়ায় মহান রবের কাছে শুকরিয়া আদায় এর জন্য শুকরানা নামাজ ও দোয়া মাহফিল এর আয়োজন করে ময়মনসিংহ মহানগর জামায়াত।

মঙ্গলবার (২৭ মে) ময়মনসিংহ মহানগর জামায়াতের চরপাড়াস্থ দলীয় কার্যালয়ে উক্ত দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ্ কায়সারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরী আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা কামরুল আহসান এমরুল।

প্রধান অথিতির বক্তব্যে মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, ২০১২ সালে ২২ অগাস্ট জনাব আজহার কে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার মতো মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে গ্রেফতার করা হয়। পরবর্তীতে নানা মিথ্যা সাক্ষী ও মনগড়া অভিযোগ এনে তাকে মৃত্যুদন্ড দেয়া হয়। ফ্যাসিবাদের আমলে এরকম মিথ্যা ও বানোয়াট অভিযোগের জন্য রায় দিয়ে বিচার বিভাগকে কলুষিত করেছিলেন ফ্যাসিস্ট হাসিনার দোসর কিছু বিচারপতিরা। আজ এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার কিছুটা হলেও প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করি।

তিনি আরো বলেন, আজ ২৭ মে তিনি উচ্চ আদালতের আপিলের ভিত্তিতে তার উপর আনিত সকল অভিযোগ মিথ্যা প্রমাণ হয় এবং আদালত তাকে বেকসুর খালাস দেন। এ রায়ের জন্য আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি এবং এটিএম আজহারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।্

উক্ত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়বে আমীর আসাদুজ্জামান সোহেল, সহকারী সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম, বায়তুলমাল সেক্রেটারি গোলাম মহসিন খান, অফিস সেক্রেটারি খন্দকার আবু হানিফ, সমাজ সেবা সম্পাদক ও যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারী, তথ্য ও পরিবেশ সম্পাদক ডাঃ আবদুল আজিজ সহ মহানগর জামায়াতের বিভিন্ন সাংগঠনিক থানার নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন