কটিয়াদীতে ইউনিয়ন আ’লীগ নেতা লিটন গ্রেফতার
কিশোরগঞ্জের কটিয়াদীতে জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান ভূঁইয়া লিটনকে গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। কিশোরগঞ্জের সদর থানার একটি মামলায় গত শনিবার ৯ টার দিকে উপজেলার আনন্দ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিটন জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামের ফরিদ ভুইয়ার ছেলে।
জানা যায়, গত শনিবার(৩ মে) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার জালালপুর ইউনিয়নের আনন্দ বাজার থেকে তাকে গ্রেফতার করে প্রথমে কটিয়াদী থানায় আনা হয়। তারপর সেখান থেকে রাত সাড়ে নয়টার দিকে পুলিশ গ্রেফতারকৃত লিটনকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করেন । তিনি দীর্ঘদিন যাবৎ উপজেলার জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামের বাড়িতেই বসবাস করতেন।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা(ওসি) তরিকুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় নাশকতার মামলা রয়েছে। তবে কটিয়াদী থানায় তার নামে কোন মামলা নেই।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতা ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।