নিম্ন আয়ের মানুষ ট্রলি চালক মো. আবু হানিফা(৩২)। গত রবিবার প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে ট্রলি নিয়ে বের হন। কাজ শেষে প্রতিদিন ব্যাগভর্তি বাজার ও ছেলেমেয়েদের জন্য মুখরোচক খাবার নিয়ে বাড়ি ফিরলেও এদিন ফিরেছেন লাশ হয়ে। আবু হানিফা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভাটিচরনও পাড়া (কান্দা) গ্রামের বাসিন্দা। তিনি একই গ্রামের আলতাব উদ্দিন ওরফে আলতু’র বড় ছেলে।
পরিবার ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে,
গত রবিবার আনুমানিক রাত সাড়ে আটটার দিকে উচাখিলা বাজার থেকে কাঠ বোঝাই করে ট্রলি নিয়ে পাশ্ববর্তী উপজেলা ত্রিশালের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বালিপাড়া ব্রিজ পার হয়ে রামপুরা বাজারে পাশে ট্রলির সামনের চাকা পাংচার হলে কাঠ বোঝাই ট্রলি উল্টে হানিফের শরীরের ওপর পড়ে।এতে ঘটনাস্থলেই নিহত হন চালক হানিফ। এদিকে (২৫) সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে দশটায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। অপরদিকে দুই ছেলে ও এক মেয়ে রেখে যাওয়া হানিফের এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, এবিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাস্থল ত্রিশাল হওয়াতে আমাদের কাছে কোন তথ্য নেই।