ময়মনসিংহে জাতীয় যুব দিবস উপলক্ষে খাল পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে । শুক্রবার (১ নভেম্বর) সকালে নগরীর আকুয়া খালপাড় এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক উম্মে সালমা তানজিয়া।
জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে পরিচ্ছন্নকরণ অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক উম্মে সালমা তানজিয়া, বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম।
পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রায় ৩০০ পরিচ্ছন্নতা কর্মী আকুয়া খালটির ১২টি পয়েন্টে পরিষ্কার কার্যক্রম চালায়। খালে জমে থাকা ময়লা আবর্জনা খনন যন্ত্র দিয়ে তোলা হয় । এ কর্মসূচিতে অংশ নিতে র্যালি নিয়ে খালপাড়ে হাজির হয় এডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, স্বদেশ হাসপাতাল (প্রাঃ) লিমিটেডের সহকারী ব্যবস্থাপক মাহফুজুর রহমান মুক্তা, বৈষম্যবিরোধী আন্দোলন ময়মনসিংহের অন্যতম সমন্বয়ক মাহদী হাসান তারেক, আনোয়ার হোসেন মঞ্জু, নাসমুস সাকিব, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষার্থী, এনজিও কর্মীসহ প্রশাসনের কর্মকর্তারা।
পরে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে খাল পরিচ্ছন্ন অভিযান উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আকুয়া খাল ময়মনসিংহ নগরের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে বাইপাস এলাকায় সুতিয়া নদীতে গিয়ে মিশেছে। খালটির বিভিন্ন পয়েন্টে দখল-দূষণে সরু হয়ে গেছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খালটিতে পানির প্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে। পানির প্রবাহ ধরে রাখতে ও নগরীর জলাবদ্ধতা নিরসনে ধারাবাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম পাশাপাশি খাল দখলের বিরুদ্ধে অভিযান পরিচালনার আহবান জানান স্থানীয়রা। আর বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক জানান, সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রতি তিন মাস পর পর এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।