বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘সামার ফ্রুট কার্ণিভাল’ ২৫  জামায়াত কল্যান রাষ্ট্র কায়েম করতে চায় : মাওলানা কামরুল আহসান এমরুল  জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদেরকে ছাত্রশিবিরের সহায়তা ধোবাউড়ায় বিনামূল্যে প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রোকন উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন আবদুল হক তারুণ্যের দক্ষতা উন্নয়নে এ.আই এর ভূমিকা বিষয়ক সেমিনার এনসিপির কটিয়াদী উপজেলা সমন্বয় কমিটি গঠিত ধোবাউড়ায় বিদেশী মদসহ দুই ছাত্রদল নেতা আটক কটিয়াদীতে ধার করা টাকা চাওয়াকে কেন্দ্র করে এইচএসসি পরীক্ষার্থীর জীবন গেল যে তরুণেরা শহীদ জিয়ার আদর্শে দীক্ষিত, তাদের কণ্ঠ কখনো স্তব্ধ হয় না, আতিক

জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফাইনালে চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ পৌরসভা

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনালে ঈশ্বরগঞ্জ ইউনিয়নকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঈশ্বরগঞ্জ পৌরসভা।

আজ(১ ফেব্রুয়ারি) শনিবার বিকেল ৩ টায় ঈশ্বরগঞ্জ বড় খেলার মাঠে জমকালো আয়োজনের মধ্য দয়ে টুর্নামেন্টের ফাইনাল খেলাটি শুরু হয়। টুর্নামেন্টে মোট ১২টি টিম অংশগ্রহণ করে। তার মধ্যে ঈশ্বরগঞ্জ ইউনিয়ন ও ঈশ্বরগঞ্জ পৌরসভা ফাইনালে জায়গা করে নেয়। নির্ধারিত সময়ে জমজমাট ফাইনাল ম্যাচে ৩-২ গোলে চ্যাম্পিয়ন হয় ঈশ্বরগঞ্জ পৌরসভা। এতে হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক খেলাটি উপভোগ করেন।

টানটান উত্তেজনার ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন বিসিবির সাবেক সহ-সভাপতি, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহ্ নূরুল কবীর শাহীন।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান লিটন, এডভোকেট শাহজাহান কবির সাজু, রুহুল আমিন মাস্টার। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন খোকন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম চকদার ঝুলন। ময়মনসিংহ উত্তরজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শাহ্ মোফাজ্জল হোসেন টিপু, সহ-সভাপতি ফরিদ উদ্দিন মন্ডল, ক্রীড়া সম্পাদক মুরাদ হোসেন হলুদ, উত্তর জেলা স্বেচ্চাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম সুজন এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জিকরুল হাসান জিকো ও মোবারক হোসেনসহ উপজেলা,পৌর এবং ইউনিয়ন বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের সমাপনী বক্তব্যে আলহাজ্ব শাহ্ নূরুল কবির শাহীন বলেন,’তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হতে হবে। খেলাধুলা শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায় এবং মনকে চাঙ্গা রাখে। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তাই ভবিষ্যতে আরও জাঁকজমকভাবে ফুটবলসহ বিভিন্ন খেলার আয়োজন করা হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন