জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ময়মনসিংহে জামায়াতের গণমিছিল
জুলাই-আগস্ট’২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ময়মনসিংহ মহানগর জামায়াতের উদ্যোগে গণমিছিল আয়োজন করা হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে টাউন মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুলের নেতৃত্বে গণ মিছিলে শামিল হন ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ্ কায়সার, সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন, মাহবুবুল হাসান শামীম, অর্থ সম্পাদক গোলাম মহসীন খান, অফিস বিভাগের সেক্রেটারি খন্দকার আবু হানিফ, প্রকাশনা বিভাগের সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল বারী, সমাজসেবা বিভাগের সেক্রেটারি ডাঃ আব্দুল আজিজ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ালী মুজাহিদ সহ বিভিন্ন সাংগঠনিক থানা শাখার আমীর ও অন্যান্য নেতৃবৃন্দ।