শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ত্রিশালে নারী শান্তি নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির সভা ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন: সভাপতি আব্দুল আউয়াল, সম্পাদক আতাউর রহমান বিরাজনীতিকরণ নাকি রাজনৈতিক সংস্কার-প্রেক্ষাপট বাংলাদেশের ছাত্র রাজনীতি ময়মনসিংহে প্রথমবাবের মতো ভিনদেশী লিলিয়াম ফুলের চাষ ঈশ্বরগঞ্জে ইউএনওর বদলি প্রত্যাহারের দাবিতে বৈষম্যবিরোধীদের মানববন্ধন বাকৃবির নতুন সিন্ডিকেট কমিটি সদস্য বিনার মহাপরিচালক বইলর-ধানীখোলা আহলুস সুন্নাত ওয়াল জামা’য়াতের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন নারীর প্রতি সবধরনের নির্যাতন বন্ধ করে শান্তি ও  নিরাপত্তার জন্য সকলে মিলে সর্বত্র কাজ করতে হবে আত্মোন্নতির জন্য পরিশ্রম ও উদ্যমের কোনো বিকল্প নেই গোটা কুরআন আমাদের কর্মসূচি এটা আমাদের ভুলে গেলে চলবে না- অধ্যাপক মুজিবুর রহমান

ত্রিশালে নারী শান্তি নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির সভা

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২০ বার পড়া হয়েছে
ত্রিশালে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়

ত্রিশাল উপজেলা স্থানীয় ষ্টিয়ারিং কমিটির সভায় শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ি গঠিত যৌন হয়রানি প্রতিরোধ কমিটিকে সক্রিয় করার বিষয়ে সকলে একমত পোষন করেছেন।

গ্লোবাল নেটওয়ার্ক অফ উইমেন পিসবিল্ডার্স” এর সহায়তায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন “টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশী নারীদের ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের আওতায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজুলেশন এর ভিত্তিতে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত ষ্টিয়ারিং কমিটির চতুর্থ সভা মঙ্গলবার ত্রিশাল শশী ফাউন্ডেশান এর প্রশিক্ষণ রুমে অনুষ্ঠিত হয়।
ষ্টিয়ারিং কমিটির সদস্য ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা এর সভাপতিত্বে উক্ত সভা পরিচালনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) এর ব্যবস্থাপক ও ষ্টিয়ারিং কমিটির সমন্বয়কারী মৃনাল কান্তি চক্রবর্তী এবং সহায়তা করেন উন্নয়ন কর্মকর্তা কল্পনা ঘোষ। আলোচনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার, শিক্ষা অফিসার মো: আলী সিদ্দিকী, রওশনআরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা আক্তার, পোড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র দাম, তৃনমুল নারী নেত্রী মাহমুদা সুলতানা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী তানজুম মোস্তফা অর্ণা প্রমুখ।

সভায় সরকারী কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, নারী নেত্রী, শিক্ষক, সংস্কৃতি কর্মী ও যুব প্রতিনিধি সহ ষ্টিয়ারিং কমিটির সকল সদস্য অংশগ্রহণ করেন। কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের কেন্দ্রীয় কার্যালয়ের উপপরিচালক নাছরিন বেগম ও গেøাবাল নেটওর্য়াক অফ উইমেন পিসবিল্ডার্স এর প্রোগ্রাম অফিসার পাহিমা আহমেদ। সভায় বক্তারা বলেন নারীর শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরনের জন্য প্রয়োজন পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে সবধরনের নির্যাতনমুক্ত নারী বান্ধব সমাজ প্রতিষ্ঠা করা।আর এ জন্য যৌন হয়রানি ও সহিংসতা বন্ধে প্রতিষ্ঠান ভিত্তিক প্রতিরোধ কমিটিকে সক্রিয় করতে হবে। প্রয়োজন হলে উচ্চ পর্যায়ে এডভোকেসী করে শিক্ষার্থীদেরকেও কমিটিতে অন্তভুক্ত করতে হবে।

উল্লেখ থাকে যে, নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে গত ১০-১২ জুন ময়মনসিংহের শম্ভুগঞ্জ ব্রাক লাণিং সেন্টারে অনুষ্ঠিত স্থানীয়করণ কর্মশালার শেষ দিনে ত্রিশাল উপজেলার সরকারী কর্মকর্তা, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নারী নেত্রী, শিক্ষক, সংস্কৃতি কর্মী, স্থানীয় সরকার ও যুব প্রতিনিধিদের নিয়ে উপজেলা ষ্টিয়ারিং কমিটি গঠন করা হয়। আজকের সভায় স্থানীয়করণ কর্মশালার বিষয়বস্তু পর্যালোচনা সহ গত সভায় গৃহীত কর্মপরিকল্পনা অনুযায়ি অর্জন, পরবর্তী করনীয় সহ জেন্ডার সমতা, উপজেলা পর্যায়ে নারী ও মেয়েদের উপর সংঘাত ও সহিংসতার প্রভাব এবং শান্তি বিনির্মাণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিয়ে বিশদভাবে আলোচনা অনুষ্ঠিত হয়।তাছাড়া স্থানীয় পর্যায়ে নারীর সমস্যা,নিরাপত্তাহীনতা ও প্রতিবন্ধকতা চিহ্নিতকরনের মাধ্যমে সমাধানের জন্য বিস্তারিত আলোচনা করা হয়।পাশাপাশি নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মপরিকল্পনার মূল বিষয় যথাক্রমে অংশগ্রহণ, প্রতিরোধ. সুরক্ষা ও পূর্নবাসন বিষয় সমূহ যথাযথভাবে নিশ্চিতের জন্য এডভোকেসী কার্যক্রম জোরদার করার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন