বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরীপুর উপজেলা শাখার আমির ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ময়মনসিংহ – ৩ গৌরীপুর আসনের এমপি প্রার্থী জননেতা মাওলানা বদরুজ্জামান বলেন,
নতুন প্রজন্মের জন্য একটা নিরাপদ গৌরীপুর গড়াই হবে আমার কাজ। আজকের শিশুরা যেন নির্বিঘ্নে বেড় উঠতে পারে এমন একটা সুন্দর পরিবেশ গৌরীপুরে গড়ে তুলা হবে ইনশাল্লাহ।
তিনি আরো বলেন, আজকের শিশু কিশোররাই ভবিষ্যতে জাতির কর্ণধার হবে তাই তাদেরকে সুষ্ঠু পরিবেশ দিতে হবে যাতে প্রত্যেকটি শিশু কিশোর তাদের মেধা, মননকে বিকশিত করে নিজেকে যোগ্য করে গড়ে তুলে দেশ জাতির কল্যাণে কাজ করতে পারে।
মঙ্গলবার (২ডিসেম্বর) ৩ নং অচিন্তপুর ইউনিয়ন শাখার উদ্যোগে খান্দার,মহিশ্বর এলাকায় গণ সংযোগ করেন।
এ সময় একদল শিশু কিশোরদের মাওলানা বদরুজ্জামান সাহেবের সাথে সাক্ষাৎ করতে আসে।
উক্ত গণ সংযোগে আরো উপস্থিত ছিলেন, উপজেলা শাখার দপ্তর সম্পাদক ও উপজেলা যব বিভাগের সভাপতি আব্দুল বারি, অচিন্তপুর ইউনিয়ন শাখারক সভাপতি মাওলানা সারোয়ার হোসেন, সেক্রেটারি মাওলানা আল আমিন, এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীগন উপস্থিতি ছিলেন।