শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নান্দাইলে ৪ হাজার এসএসসি শিক্ষার্থীকে ইউএনও’র খোলা চিঠি ঈশ্বরগঞ্জে ৫৫০০ এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিচ্ছে বিএনপি ঈশ্বরগঞ্জে ভাড়া-নৈরাজ্য ঠেকাতে ১৩ যানবাহন ডাম্পিং, জেল-জরিমানা ময়মনসিংহ নগরবাসীর পছন্দ “লুমিনাস রেস্টুরেন্ট” আলোচিত ব্যক্তিরাই সমালোচিত হয়: জনপ্রিয়তার বিষম বসন্ত -কৃষিবিদ মোঃ আতিকুর রহমান ময়মনসিংহে জমে উঠেছে ঈদ বাজার মোহনগঞ্জ-ময়মনসিংহ লোকাল ট্রেনটি চালুর দাবীতে রেলওয়ে মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ মহানগর জামায়াত মোহনগঞ্জ-ময়মনসিংহ লোকাল ট্রেনটি বন্ধ রাখার প্রতিবাদে এবং পুনরায় চালু দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন থানায় অপচিকিৎসার অভিযোগ করায় প্রেসক্লাবে ফেলে সাংবাদিককে পেটালেন সন্ত্রাসীরা

বইলর-ধানীখোলা আহলুস সুন্নাত ওয়াল জামা’য়াতের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন

আব্দুল বারী, ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বইলর-ধানীখোলা আহলুল সুন্নাত ওয়াল জামা’য়াতের উদ্যোগে ৩১তম ইসলামী মহাসম্মেলন আয়োজন করা হয়।

বুধ-শুক্রবার (২৭-২৯ নভেম্বর) তিনদিন ব্যাপী ব্যাপক আয়োজনের মাধ্যমে এই ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়।

উক্ত ইসলামী সম্মেলনে দ্বিতীয় দিনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরীর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকে মনে পড়ে এই মাহফিলে উপস্থিত হয়েছিলাম ২০০৬ সালের দিকে। সেই মাহফিলের কিছুটা সময় পরিচালনার দায়িত্ব পালন করেছিলাম। ওই মাহফিলে সেদিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের খ্যাতনামা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহঃ)। তিনি আজকে দুনিয়াতে নেই। এই মাহফিল থেকে আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি। আজকের এই মাহফিল থেকে আল্লাহ তায়ালার কাছে দোয়া করি েসেই সমস্ত মুরুব্বী এবং ভাইদের কথা স্মরণ করে মোনাজাত করি। যাঁরা ১৯৯১ সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত এই মাহফিলকে সুশৃঙ্খলভাবে ধারাবাহিকভাবে আয়োজন করেছেন পরিচালনা করেছেন তাঁদের মধ্যে অনেকেই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন আজকের এই মাহফিলের মাধ্যমে আল্লাহ তায়ালার কাছে দোয়া করছি তিনি যেন তাঁদের ক্ষমা করে দেন এবং তাঁদেরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করুন।
তিনি আরো বলেন , সম্মানিত মুরুব্বীবৃন্দ ও প্রিয় এলাকাবাসী আমরা মাহফিল থেকে দোয়া করি মোনাজাত করি ওই সমস্ত আয়োজক যুবকদের জন্য যারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের শ্রম, মেধা, যোগ্যতা এবং দক্ষতা দিয়ে এই ৩১তম মাহফিলকে আয়োজন করেছেন। আল্লাহ রাব্বুল আলামীন যেন তাদের এই পরিশ্রমের যথাযথ প্রতিদান কেয়ামতের ময়দানের দান করেন।
সম্মানিত ভাইয়েরা, এই এলাকার সন্তান হিসেবে আপনাদের সাথে আজকে দেখা হল, আপনাদের চেহারা দেখছি, অনেক বয়োবৃদ্ধ মুরুব্বী আছেন, আপনাদের দোয়া নেয়ার জন্য এখানে এসেছি। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তায়ালা যতদিন দুনিয়াতে রাখেন ততোদনি যেন ঈমানের সাথে ইসলামের পথে আমাকে এবং আমার সামনে যারা আছেন সবাইকে যেন ইসলামের পথে পরিচালিত করেন।
সম্মানিত ভাই ও বন্ধুগণ, এখানেই অনেকেই এসেছেন। সামাজিক রাজনৈতিক নেতৃবন্দ অনেকেই কথা বলেছেন। কিন্তু আজকে মানুষের কাছে আমাদের চাওয়া পাওয়া কি , আমরা মানুষকে মুল্যায়ন করার ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দান করবো কিভাবে,আমরা মানুযকে তাঁর মূল্যায়ন কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামীন মানুষকে মূল্যায়নের একটা পদ্ধতি বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কুরআনে কারীমের সুস্পষ্ট কথা বলে দিয়েছেন, আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য উত্তম ব্যক্তি হচ্ছে তাঁরা , যাঁরা তাকওয়ার দিক থেকে উন্নত।
সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমরা জীবন চলার পথে, সমাজে চলার পথে আমাদের মসজিদ মাদরাসা স্কুল কলেজে দায়িত্বশীল নিযুক্ত করুন। আমাদের পরিবারের ছেলেমেয়েদের জন্য পাত্র-পাত্রী খুঁজার জন্য অনেক কিছু করা হয়। ভালো মানুষ খুঁজি, শ্রেষ্ঠ মানুষ খুঁজি। কিন্তু আমাদেরকে পরিচালনা করার জন্য, সমাজ দেশ পরিচালনার জন্য আমরা তেমন খোঁজ-খবর নেই না। এই খোঁজ-খবর নেয়ার জন্য আল্লাহ তায়ালা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা খোঁজ-খবর নাও ওই সকল শ্রেষ্ঠ লোকদের ব্যাপারে। সকল জায়গায় শ্রেষ্ঠ লোকদের দায়িত্ব দাও। আল্লাহর কাছে শ্রেষ্ঠ হচ্ছে তাঁরা, যাঁরা তাকওয়ার দিক থেকে উন্নত।

উক্ত মাহফিলে দেশবরেণ্য আলেম উলামাগণ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন