“সংগঠনের মূলমন্ত্র প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাও” এই প্রতিপাদ্য বিষয় কে বুকে লালন করে হাঁটি-হাঁটি পা-পা করে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) নান্দাইল উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড শহীদ মিনার মঞ্চায়িত করে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জাকির হোসেন ভূইয়ার সভাপতিত্বে, আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: আশরাফুল জামান রিপনের
পরিচালনায় এবং সার্বিক তত্ত্বাবধানে এই ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে উক্ত সংগঠন ও সংগঠনের শুভাকাঙ্ক্ষীরা।মরহুম আব্দুল জলিল মানবকল্যাণ ও শিক্ষা মূলক প্রতিষ্ঠান। এই ফাউন্ডেশনটি ২০১৯ খ্রিস্টাব্দে স্থাপিত হয়। ইতিমধ্যেই শিক্ষা ফাউন্ডেশন ৫ম বর্ষে পদার্পণ করেছে।
উক্ত অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা জাকির হোসেন ভূইয়া।
বিশেষ অতিথি ছিলেন, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম আঞ্জু, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ এনামূল হক বাবুল, নান্দাইল মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার জাহান রাজিব, সহ সভাপতি হান্নান আল আজাদ, বিশিষ্ট সমাজ সেবক শামসুল হুদা সবুজ সহ প্রমুখ।এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রভাষক আমিনুল ইসলাম বুলবুল, সাংবাদিক রফিক মড়ল, সাংবাদিক খাইরুল ইসলাম সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠান শেষে হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।