বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ময়মনসিংহ -৩ গৌরীপুর আসনের এমপি প্রার্থী জননেতা মাওলানা বদরুজ্জামান বলেন, অসহায় মানুষের ন্যায্য অধিকার ফিরে দিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় যেতে পারে এবং আমাকে যদি আল্লাহ এমপি হিসেবে কবুল করে তাহলে প্রতিটি অসহায়, বিপদগ্রস্ত নাগরিকে খুঁজে খুঁজে বের করে তার ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ।
গৌরীপুরের কোনো মানুষকে দূর্ভোগ পোহাতে হবে না ইনশাল্লাহ।
৭/১২/২৫ তারিখে রবিবার গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নে ৬,৭,৮ ওয়ার্ডে গণসংযোগ করেন।
এ গনসংযোগ আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গৌরীপুর উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ আবু ইউসুফ, বোকাইনগর ইউনিয়ন শাখার সভাপতি জনাব আল মামুন ফকির, সেক্রেটারি আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক জনাব শহিদুল ইসলাম, গৌরীপুর পৌর জামায়াতের যুব বিভাগের সভাপতি জনাব মো: মোখলেছুর রহমান প্রমূখ। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।