ময়মনসিংহে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ
‘সবুজে সাজাই বাংলাদেশ’ এই শ্লোগানে ময়মনসিংহ প্রকৃতি ও জীবন ক্লাব এবং বাংলালিং এর সহযোগিতায় ময়মনসিংহ নগরীর প্রিমিয়াম আইডিয়াল হাইস্কুলে বৃক্ষ রোপণ এবং শিক্ষার্থীদের মধ্যে বনজ, ফলজ, এবং ওষুধী জাতের চারা বিতরণ কার্যক্রম করেছে। বৃহস্পতিবার ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। শিক্ষার্থী, ময়মনসিংহ প্রকৃতি ও জীবন ক্লাব উপদেষ্ঠাসহ সূধীজনেরা এতে অংশ গ্রহন করেন। দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের মাধ্যমে সারা দেশ সবুজে সবুজে ভরে উঠুক এটাই প্রত্যাশা ব্যক্ত করেন অতিথি ও আয়োজকরা। তারা বৃক্ষরোপনের কোন বিকল্প নেই উল্লেখ করে দেশের প্রতিটি নাগরিককেই জীবনের প্রয়োজনে কমপক্ষে একটি করে গাছ লাগানোর আহবান জানান।
বৈশ্বিক উষ্ণতা সহনীয় মাত্রায় রাখতে বাংলাদেশকে সবুজ বেষ্টনীতে গড়ে তোলার পাশাপাশি প্রকৃতির ঝুঁকি মোকাবেলায় বাংলালিং এর সহযোগিতায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে দেশব্যাপী সবুজ বেষ্টনী গড়ে তোলা এবং প্রকৃতিকে সুস্থভাবে ধারনে প্রতি বছরের ন্যায় বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ প্রকৃতি ও জীবন ক্লাব এবং বাংলালিং এর সহযোগিতায় ময়মনসিংহ নগরীর প্রিমিয়াম আইডিয়াল হাইস্কুলে বৃক্ষ রোপণ এবং শিক্ষার্থীদের মধ্যে বনজ, ফলজ, এবং ওষুধী জাতের চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় বনজ-ফলজ ও ঔষধী গাছের চারা। শিক্ষার্থীরা গাছের চারা পেয়ে বেশ খুশী।
‘সবুজে সাজাই বাংলাদেশ’ এই শ্লোগানে দেশব্যাপী সবুজ বেষ্টনী গড়ে তোলার অংশ হিসেবে ময়মনসিংহে প্রকৃতি ও জীবন ক্লাব এ বৃক্ষ রোপণ অভিযান এবং বৃক্ষ চারা বিতরণের এ মহোতি উদ্যোগের প্রশংসা করেন অতিথি ও প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্ঠারা। তারা এ জাতীয় কর্মসূচি অব্যাহতভাবে চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। ময়মনসিংহ নগরীর প্রিমিয়াম আইডিয়াল হাইস্কুলে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধক ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম এ উদ্যোগের প্রশংসা করে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং প্রকৃতি ও পরিবেশ রক্ষায় আগামী প্রজন্মকে রক্ষা করতে বৃক্ষরোপানের বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন। চ্যানেল আই স্টাফ রিপোর্টার ও প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়ক সাংবাদিক শেখ মহিউদ্দিন আহমেদের সঞ্চালনায় বৃক্ষ রোপণ এবং শিক্ষার্থীদের মধ্যে বনজ, ফলজ, এবং ওষুধী জাতের চারা বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলালিং এর রিজিউনাল হেড এমএম মাহবুব আলম, প্রকৃতি ও জীবন ক্লাব, ময়মনসিংহ শাখার সভাপতি অধ্যক্ষ লে.কর্নেল (অব) ড. মো.শাহাব উদ্দীন, প্রকৃতি ও জীবন ক্লাব, ময়মনসিংহ শাখার উপদেষ্ঠা ও প্রিমিয়াম আইডিয়াল হাইস্কলের প্রধান শিক্ষক মো. চান মিয়া, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও প্রকৃতি ও জীবন ক্লাব এর উপদেষ্ঠা সাংবাদিক এজেডএম ইমাম উদ্দিন মুক্তা, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও প্রকৃতি ও জীবন ক্লাব এর উপদেষ্ঠা সাংবাদিক এ এইচ এম মোতালেব, প্রকৃতি ও জীবন ক্লাব এর তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. কুদরই এলাহী প্রমুখ। বৃক্ষরোপনের মাধ্যমে সারা দেশ সবুজে সবুজে ভরে উঠুক-এটাই সকলের প্রত্যাশা।