বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শুনানি পূর্বক আগামী ১৭ জানুয়ারী রায়ের দিন ধার্য করা হয়েছে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরীপুরে শিবিরের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে তরুণদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত চোর সন্দেহে পিটিয়ে হত্যা জঘন্যতম অপরাধ চরমভাবে মানবাধিকার লংঘন করা হয়েছে ময়মনসিংহে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ময়মনসিংহে ইন্টার্ন ডক্টরস সোসাইটির শীতবস্ত্র বিতরণ পরকীয়া প্রতিরোধে আইন চেয়ে ভুক্তভোগী স্বামীর সংবাদ সম্মেলন ময়মনসিংহে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাজাসহ মাদক কারবারি গ্রেফতার কুড়িগ্রামে চারটি সংসদীয় আসনে মোট ৩০টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে গৌরীপুরে দাঁড়িপাল্লা প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

শুনানি পূর্বক আগামী ১৭ জানুয়ারী রায়ের দিন ধার্য করা হয়েছে

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ব্যারিস্টার শাহরিয়ার কবির এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সহ টীমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী একইসাথে তিনি কুড়িগ্রাম-৩ উলিপুরবাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন।

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী উলিপুরের এক অদম্য সংগ্রামী নেতা, আন্তর্জাতিকভাবে স্বীকৃত অভিবাসন বিশেষজ্ঞ, মানবাধিকার আইনজীবী ও সমাজসেবক হিসেবে পরিচিত:

ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী
আন্তর্জাতিক অভিবাসন বিশেষজ্ঞ ও মানবাধিকার আইনজীবী মেম্বার, ফরেন অ্যাফেয়ার্স টিম (ইউরোপ), বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম-৩ (উলিপুর) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী

ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী উলিপুরের এক অদম্য সংগ্রামের গল্প:

বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তবর্তী উলিপুর—একটি জনপদ যেখানে বন্যা, খরা ও নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ আজও মানুষের জীবনে স্থায়ী ছাপ রেখে যাচ্ছে। কাঁচা রাস্তা, অপ্রতুল বিদ্যুৎ, মানসম্মত শিক্ষার ঘাটতি—এই বাস্তবতার মাঝেই প্রায় পাঁচ লক্ষ মানুষের সংগ্রামী জীবন। এই জনপদেরই সন্তান ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, যিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনজীবী, মানবাধিকার কর্মী ও সমাজসেবক হিসেবে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিবেদিত করেছেন।

উলিপুরের এক ধর্মভীরু মুসলিম পরিবারে জন্ম নেওয়া সালেহী প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবং দাখিল পাস করেন সাত দরগাহ নেছারীয়া আলীয়া মাদ্রাসা থেকে। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং সুইডেনের স্টকহোম বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। যুক্তরাজ্যে গিয়ে লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল, সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার প্রফেশনাল ট্রেনিং কোর্স (BPTC) ও লিগ্যাল প্র্যাকটিস কোর্স (LPC), এবং লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ল সম্পন্ন করেন।

ছাত্রজীবন থেকেই তিনি দেশ ও ইসলামের পক্ষে কাজ করতে যুক্ত হন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে একাধিক মিথ্যা মামলায় অভিযুক্ত হন, যার ফলে তিনি বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে বাধ্য হন। দীর্ঘ ১৬ বছর প্রবাস জীবন কাটালেও তিনি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে অক্লান্তভাবে কাজ করেছেন। যুক্তরাজ্যের সংসদ, ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থায় তাঁর বক্তব্য ও কার্যক্রম বাংলাদেশি প্রবাসী সমাজ ও আন্তর্জাতিক মহলে বিশেষভাবে সমাদৃত হয়েছে।

জুলাই গণবিপ্লবের সময় প্রবাস থেকে তিনি প্রবাসী বাংলাদেশিদের সংগঠিত করেন, রেমিট্যান্স বয়কটসহ বিভিন্ন কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়নে নেতৃত্ব দেন এবং আন্তর্জাতিক গণমাধ্যম ও কূটনৈতিক মহলে বাংলাদেশের ন্যায়বিচার ও স্বাধীনতার পক্ষে অবস্থান নেন।

২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণবিপ্লবের পর দেশে ফিরে এসে তিনি ‘সমৃদ্ধ উলিপুর’ গড়ার লক্ষ্যে উলিপুর উন্নয়ন ফোরাম প্রতিষ্ঠা করেন। তাঁর নেতৃত্বে সংগঠনটি শিক্ষা প্রসার, তরুণদের দক্ষতা উন্নয়ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, কৃষি ও শিল্পের উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, কর্মসংস্থান, নিরাপত্তা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে।

ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বিশ্বাস করেন—“যেখানে মানুষ ন্যায় ও উন্নয়নের পক্ষে একত্রিত হয়, সেখানে উন্নয়ন অনিবার্য।” তাঁর স্বপ্ন একটি দারিদ্র্যমুক্ত, শিক্ষিত, দক্ষ, স্বাস্থ্যকর ও প্রযুক্তিনির্ভর উলিপুর, যেখানে প্রতিটি মানুষ সমান সুযোগ, মর্যাদা ও নিরাপত্তা ভোগ করবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন