বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে রোগিদের হেনস্থাকারী চাঁদাবাজ দালাল চক্রের ৫ জন গ্রেফতার ন্যায়ের পথে হস্তক্ষেপ হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শাপলা প্রতীক নিয়েই এনসিপি নির্বাচনে অংশ নিবে-সারজিস আলম সময় এসেছে তরুণদের কণ্ঠস্বরকে মূল্য দেওয়ার-অমিত রায় নভেম্বরের ভিতরেই গণভোটের আয়োজন করতে হবে-কামরুল আহসান এমরুল কুড়িগ্রামের উলিপুরে ফাজিল পরীক্ষা কেন্দ্রের ভেন্যু স্থানান্তরে অসন্তোষের সৃষ্টি হয়েছে মানুষের কাছ থেকে ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায়ের চেষ্টা করছি-ওয়াহাব আকন্দ আমরা এমন এক প্রজন্ম গড়ে তুলি যারা জ্ঞান, চরিত্র ও দায়িত্ববোধে উজ্জ্বল- আসিফ আব্দুল্লাহ ময়মনসিংহে পাঁচ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ ও কর্মীদের ত্যাগ-কোরবানী বাংলাদেশের জমিনকে উর্বর করেছে – মাও. আব্দুল হালিম

সমৃদ্ধ উলিপুর গড়ার লক্ষ্যে সাংবাদিকদের সাথে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী’র মত বিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৩৪২ বার পড়া হয়েছে

১৫ আগস্ট ২০২৫, আমাদের উলিপুর আমাদের গর্ব, সমৃদ্ধ উলিপুর আমরাই গড়ব। এই প্রতিপাদ্যকে নিয়ে উলিপুরের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন, উলিপুরের কৃতি সন্তান উজ্জ্বল নক্ষত্র মাটি ও মানুষের নেতা সমৃদ্ধ উলিপুর গড়ার সপ্ন দ্রষ্টা সাবেক ছাত্রনেতা কুড়িগ্রাম-৩ উলিপুর সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আন্তর্জাতিক অভিবাসন বিশেষজ্ঞ ও মানবাধিকার আইনজীবী, মেম্বার ফরেন অ্যাফেয়ার্স টিম (ইউরোপ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর অদম্য সংগ্রামী নেতা উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী মনে করেন- স্বাধীনতার ৫৪ বছর পরেও সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্টার যে প্রতিশ্রুতি পূরণ হয়নি, জুলাইয়ের গণঅভ্যুত্থান সেই অসমাপ্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের একটি নতুন সুযোগ এনে দিয়েছে। চব্বিশের ৩৬ জুলাই গণঅভ্যুত্থানে গণবিপ্লবে ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের পতনের পর আন্তর্জাতিক অঙ্গনে অর্জিত অভিজ্ঞতা নিয়ে নিজ জন্মভূমিতে ফিরে এসেছেন লন্ডন প্রবাসী ব্যারিস্টার সালেহী। তিনি তার দীর্ঘদিন কর্মময় জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫, রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত উলিপুরের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন। বেকার সমস্যার সমাধান, চর উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি, নদী ভাঙ্গন রোদ কৃষি পণ্যের বাজার সিন্ডিকেট মুক্ত ও সহজী করন, গ্রামীণ জনপদের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি, উলিপুরের ঐতিহ্যেবাহী ঘিরমোহনকে জি আই পণ্যে সৃষ্টির লক্ষ্যে কাজ করে সেখানে কর্মসংস্থান সৃষ্টি করা, দুগ্ধখামার তৈরি করা, গবাদিপশু পালন ও নদনদীতে পানি প্রবাহ ঠিক রেখে আধুনিক বিশ্বের সঙ্গে তালমিলিয়ে খাঁচায় মাছ চাষের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা এবং চিকিৎসা ও শিক্ষার ক্ষেত্রে অবহেলিত জনপদের এ জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করাসহ নতুন নতুন আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে জনশক্তি রপ্তানি করা এবং উলিপুরের দীর্ঘদিনের সমস্যা বাইপাস রাস্তার কাজ যতদ্রুত সম্ভব তা সমাধান করাসহ সকল ধর্মের মানুষকে সমানভাবে সমান সুযোগে মিলেমিশে একসঙ্গে কাঁদে কাঁদ মিলিয়ে বসবাসের উপযোগী সমাজ গঠনে সর্বোচ্চ সহায়তা করা মেধাবী শিক্ষার্থীরা যেন বিশ্বের বিভিন্ন দেশের উন্নত বিশ্ববিদ্যালয়ে পড়ার সর্বোচ্চ সুযোগ পায় সে-ব্যপারে করার আশাবাদ ব্যক্ত করে সকলের সহোযোগিতা চেয়ে মত বিনিময় সভার সমাপ্তি করেন এবং ১৬ আগস্ট শনিবার সকাল ৯ টায় উলিপুর এমএস স্কুল অ্যান্ড কলেজ মাঠে এসএসসি দাখিল ও সমমানের উত্তীর্ণদের সংবর্ধনা এবং বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকার দাওয়াত দেন ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। মত বিনিময় সভায় সাংবাদিকগণ ছাড়াও ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর সাথে উপস্থিত ছিলেন, উলিপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মশিউর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা জামায়াতের শুরা সদস্য অধ্যাপক আবদুল জলিল সরকার, উলিপুর পৌর জামায়াতের আমীর অ্যাডভোকেট কামাল কবির লিটন জামায়াত নেতা মোঃ খায়রুজ্জামান সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন