রাজশাহীর পুঠিয়ায় গরু ও বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এহেন পরিস্থিতিতে এ সবের চুরি ঠেকাতে চোর ধরে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) এ ঘোষণা দেন পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন।
জানা গেছে, পুঠিয়ার বিভিন্ন এলাকায় গরু ও বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। ঈদের আগে বিভিন্ন এলাকায় ২০টির মতো গরু চুরি হয়েছে। ঈদের পর গত কয়েক দিনে ধনন্ঞ্জয় পাড়া ও ফুলবাড়িসহ বেশ কয়েকটি এলাকায় গভীর নলকূপের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।
ফুলবাড়ি এলাকার শান মোহাম্মদ কালু জানান, তাদের গভীর নলকূপের ট্রান্সফার চুরি হয়ে গেছে। এটা সংঘবদ্ধ চোরের কাজ। বানেশ্বর এলাকার আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় পল্লী বিদ্যুতের লোকজন জড়িত থাকতে পারে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, এসব চুরি ঠেকাতে চোর ধরে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেয়ার ঘোষণা করেছি। পাশাপাশি প্রতিটি এলাকার মানুষকে সজাগ থাকতে হবে।