ছবির কবি হলাম বটে
আসলে নই কবি,
ফেবুর পাতায় ব্যাঙের ছাতায়
কবির মতলবী।
ছবি দিলেই কমেন্ট বাড়ে
না দিলে তা কম,
ছবি বিনা আমি কবি
কবি নই একদম।
আসলে সব নইতো কবি
কবির ফ্যাসন ধরা,
কবি কবি স্বভাব কবির
কথার নড়াচড়া।
ইদানিং শ’হাজার কবি
কবির গোডাউন,
আলুর বদল কবির চালান
ডেইলি দুই তিন টন।
স্বভাব কবি চারণ কবি
নামের আগে নাম,
এই কারণে আসল কবির
ডুবতেছে সুনাম।
হাটে মাঠে ঘাটে আছে
কবি পরিষদ,
ব্যাঙের ছাতাও হার মেনেছে
ব্যাঙের মতামত।
লিখছেন কথা হয় কবিতা
কবি কবিতার,
হঠাৎ শুনি কবি সাহেব
বে-তার গীতিকার।
গানও লিখেন থিম সঙ লিখেন
আবার সুরকার,
আবার শুনি ডাক পড়েছে
সূদুর কলকাতার।
ছবি চালাও চিকা মারো
কিসের কবি আমি,
সস্তা ফেবুর সস্তা কবি
বললো সেদিন মিমি।
তিন লাইন লিখেও সভাপতি
দুই য়ে সম্পাদক,
দারুণ পদের স্বজন সুজন
সবাই সভাসদ।
আমি কবি ছবির জন্য
লেখালেখি রোগ,
বলতে পারেন এ কি রে রোগ?
যায় ফাঁসিয়ে চোখ।
লাভ লোকসানের নাইকো হিসাব
নাই নাই কোন বায়না
দুই একটা লাইন লিখে রাখি
সরল মনের ভাবনা।