ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন কমিশন বাতিল, সংখানুপাতিক নির্বাচন (PR) পদ্ধতির প্রবর্তন, সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিকেল ২ টায় ঈশ্বরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ওই তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ) জি এম রুহুল আমীন, ময়মনিসংহ জেলা (উত্তর) শাখার সভাপতি আলহাজ্ব হাদিউল ইসলাম।
সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাও: আল মাসউদ ও সহ সভাপতি মাও লুকমান হাকিম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ (উত্তর) জেলার সাধারণ সম্পাদক মুফতি হাবিবুল্লাহ।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল্লাহ জোবায়ের। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি ওমর ফারুক। ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন ও ইসলামী আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তরা প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন কমিশন বাতিল, সংখানুপাতিক নির্বাচন (PR) পদ্ধতির প্রবর্তন, সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি তুলেন। #