জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘মুজিব- একটি জাতির রূপকার’ সিনেমাটি নেতাকর্মীদের সাথে নিয়ে ঈশ্বরগঞ্জ সোনালি টকিজে গিয়ে দেখলেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮(ঈশ্বরগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাফির উদ্দিন আহমেদ। গত মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার শো-তে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সিনেমাটি দেখেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম হারুনুর রশিদ, দপ্তর সম্পাদক আবুল কালাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক একে এম সাইফুল ইসলাম, রাজিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একেএম মোতাব্বিরুল ইসলাম, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ জিএস মোখলেসুর রহমান মানিক, এজিএস আবু বাহারুল আলম মজনু, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক শিক্ষা ও পাঠাগার বিষয় সম্পাদক আলামিন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীবৃন্দ।
সিনেমা দেখার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ছিল একটি সংগ্রামী জীবন। ‘মুজিব-একটি জাতির রুপকার’ সিনেমায় বঙ্গবন্ধু সম্পর্কে নতুন প্রজন্ম ইতিহাস জানতে ও দেখতে পারবে। বাংলাদেশের স্বাধীনতার জন্য নিজের জীবন বাজি রেখে প্রাণপণ সংগ্রাম চালিয়ে গিয়েছেন তিনি। কিছু স্বাধীনতাবিরোধী মানুষও যদি এই সিনেমা দেখে তাহলে তাদের ভুল ভেঙে যাবে। স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট একদিনে সূচিত হয়নি। সিনেমাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সংগ্রামী জীবন ও নানা আন্দোলন-সংগ্রামের চিত্র স্পষ্টভাবে উঠে এসেছে। কর্মীদের নিয়ে এসে সিনেমা দেখলাম। আমি আহ্বান করব সব শ্রেণিপেশার মানুষ যেন এই সিনেমাটি ভালভাবে উপভোগ করে।’