ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (২৭ অক্টোবর) শুক্রবার দুপুরে উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভাটিচর নওপাড়া গ্রামের লাটিয়ামারি বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের ভেরিবান নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার আনুমানিক সকাল সাড়ে দশটার দিকে ব্রহ্মপুত্র নদের পাড়ে কৃষি কাজ করতে আসা কয়েকজন কৃষক লাশটি প্রথমে নদীতে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে ভাসমান লাশের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।
এলাকাবাসী জানান, উজান থেকে লাশটি ভেসে এসেছে।তাদের ধারণা আনুমানিক দুই-তিন আগে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।
সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, নদীতে থাকা লাশ থেকে দুর্গন্ধ বের হয়ে আসছিল। মরদেহের বিভিন্ন স্থান থেকে চমড়া ওঠে গেছে। মৃত ব্যক্তির মুখমন্ডল থেকেও চামড়া উঠে গেছে।
পুলিশ জানায়,লাশের শরীরে পচন ধরেছে। মরদেহের পড়নে ছিলো পাঞ্জাবি ও লুঙ্গি। মুখে দেখা গেছে দাঁড়ি ও মাথায় আধপাকা চুল। মরদেহটি দুই থেকে তিনদিন আগের হবে বলে ধারণা করছেন তারা। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ থেকে ৬৫ বছর হবে বলে ধারণা করছে পুলিশ।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এখনও তার নাম-পরিচয় জানা যায়নি।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) মো. সুমন মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।