রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কটিয়াদীতে নাইট টুর্নামেন্ট ফুটবল খেলা অনুষ্ঠিত  রোটারেক্ট ক্লাব অফ ময়মনসিংহ মেডিকেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প সন্ধানী ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প কটিয়াদীতে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালিত নান্দাইলে ৪ হাজার এসএসসি শিক্ষার্থীকে ইউএনও’র খোলা চিঠি ঈশ্বরগঞ্জে ৫৫০০ এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিচ্ছে বিএনপি ঈশ্বরগঞ্জে ভাড়া-নৈরাজ্য ঠেকাতে ১৩ যানবাহন ডাম্পিং, জেল-জরিমানা ময়মনসিংহ নগরবাসীর পছন্দ “লুমিনাস রেস্টুরেন্ট” আলোচিত ব্যক্তিরাই সমালোচিত হয়: জনপ্রিয়তার বিষম বসন্ত -কৃষিবিদ মোঃ আতিকুর রহমান ময়মনসিংহে জমে উঠেছে ঈদ বাজার

ঈশ্বরগঞ্জে জমকালো আয়োজনে ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’র শুভযাত্রা

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’ শুভযাত্রা শুরু করেছে।

(১২ ফেব্রুয়ারী) সোমবার দুপুর ২ টার দিকে ঈশ্বরগঞ্জ অডিটোরিয়ামে ঈশ্বরগঞ্জ, নান্দাইল ও গৌরীপুরের এক্সক্লুসিভ ডিলারদের উপস্থিতিতে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে আলোচনা সভা ও ডিজিটাল প্রজেক্টেরের মাধ্যমে ভিডিও চিত্র প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠান প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। শেষে মধ্যাহ্নভোজ ও ডিলারদের মাঝে উপহার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

জানা গেছে, দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণসামগ্রী খাতে ভবিষ্যৎ সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচন করে, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিঃ (ইউসিআইএল) বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এলো- ঢালাই স্পেশাল সিমেন্ট। যেকোন স্থাপনার ছাদ, বিম ও কলাম-এর জন্য বিশেষভাবে তৈরি ও অত্যধিক কার্যকরী এই ব্লেন্ডেড সিমেন্ট বাংলাদেশের নির্মাণসামগ্রী খাতে একটি যুগান্তকারী সূচনা।

ঈশ্বরগঞ্জে ঢালাই স্পেশাল সিমেন্ট-এর ডিলার ‘মেসার্স নিউ বিসমিল্লাহ ট্রেডার্স’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,এমজিআই এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম, সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার মো. জিয়ারুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তর সাবেক প্রধান প্রকৌশলী মোঃ আমিনুর রহমান লস্কর, মেসার্স নিউ বিসমিল্লাহ ট্রেডার্স-এর সত্বাধিকারী মো. আবু
তাহের প্রমুখ।

ঢালাই স্পেশাল সিমেন্টের সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মোঃ মহিউদ্দিন বলেন, ঢালাই স্পেশাল সিমেন্টের
হচ্ছে স্পেশাল ধরনের ব্রেন্ডেড সিমেন্ট, যাতে সমন্বিত হয়েছে ওপিসি এবং পিসিসি সিমেন্ট-এর বিশেষ বৈশিষ্ট্যসমূহ। এই সিমেন্ট একদিকে যেমন স্বল্প সময়ে সাধারণ পিসিসি সিমেন্ট-এর তুলনায় দ্বিগুণ দ্রুত দৃঢ়তা লাভ করে, তেমনি সময়ের সাথে সাথে দীর্ঘমেয়াদে স্থাপনাকে করে আরও সুদৃঢ়। তাই দ্রুত সময়ে যেকোন স্থাপনার ছাদ, বিম ও কলামের সেরা নির্মাণ নিশ্চিত করতে ঢালাই স্পেশাল সিমেন্ট বিশেষভাবে কার্যকরী।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন