হিট স্ট্রোক সমাচার
চারিদিকে হাহাকার
কার ঘাড়ে বসে তাই ভাবনা,
এই শুনি দিনাজপুর
তারপরে ফরিদপুর
সন্ধ্যায় হতে পারে পাবনা।
করোনাও এসেছিলো
শত প্রাণ নিয়ে গেলো
করোনার আতংক ভুলি নাই,
এখন তাপের পারদ খুব
দেখছি ভয়ংকর রূপ
আতংকে আছি সদা সর্বদাই।
ইন্না লিল্লাহ পড়ি রোজ
সংবাদদাতা ফেসবুক
হয় এ্যাক্সিডেন্ট নয় স্ট্রোকে বিদায়,
তবুও জীবন বাঁচাতে তাই
রোদে পুড়ে কাজে যাই
এছাড়া আমার আর কি উপায়।
সরকার টাইট এখন
যেতে মানা লন্ডন
গরমেই পড়ে আছি ঢাকা,
৪০ ডিগ্রি সেলসিয়াস
এতো নয় সিরিয়াস
আরে বাবা রোজি কর টাকা।
আমি শালা বোকা এক
কবিতায় নালায়েক
তবু খুলি সময়ের চোখ,
গরমে চরম রূপ
কাটি চুল দাঁড়ি গোপ
তবুও পাইনা শীতল সুখ।
হাইকোর্ট, সরকার
আমি কে আমি কার
চলিতেছে নিত্যই খেলা,
কি হবে, হবেনা
নেই কোন ধারণা
জল খাই জল করে ঘোলা।
এটা এক দুর্যোগ
এক হই এক জোট
দেশটারে বাঁচানো দরকার,
সুচিন্তিত মতামত
বিবেকের আদালত
খোলা রাখুন ওগো ভাই সরকার।
গরমের এই দিনে
বলে যাই জনে জনে
হওয়া চাই খুব সচেতন,
সাবধানে চলি পথ
এড়াতে সকল বিপদ
খোলা রাখি চোখ কান মন।
কোল্ড ওয়াটার নেগেটিভ
টিউবওয়েল পজেটিভ
ডিপ ফ্রিজে না রাখি ফল,
আইসক্রিম কম খাই
আদা চায়ে লেবু নাই
স্যালাইনে দেহে আনি বল।
মহামরি করোনা
ঠেকিয়েছি মন্দনা
সচেতন হলে কাটে বিপদ,
আসুন দেশবাসী ভাই
সেবা কাজে লেগে যাই
দূর হোক হিট স্ট্রোক আপদ।