ময়মনসিংহের গফরগাঁওয়ে সাপের কামড়ে পারুল আক্তার (৩৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
রবিবার (৬ জুলাই) বেলা ৩ টায় উপজেলার টাঙ্গাবর ইউনিয়নের দুবাশিয়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত পারুল আক্তার দুবাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ কাম প্রহরী মো. জাকির হোসেনের স্ত্রী।
টাঙ্গাবর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, গৃহবধু পারুল আক্তার দুপুরে গরুর জন্য খড়ের গাদা থেকে খড় নিতে আনতে যায়। এসময় গাদা থেকে খড় টানার সময় হাতে সাপে কাটে। এতে গৃহবধু পারুল আক্তার সাপে কাটছে বলে চিৎকার দিলে স্বজনরা তাঁকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পারুল আক্তার মারা যায়।
মোফাজ্জল হোসেন সাগর বলেন, কি সাপ কামড় দিয়েছে, তা নিশ্চিত করে আমি বলতে পারছি না। তবে, স্থানীয়রা বলাবলি করছে গোখড়া সাপ তাকে কামড়াতে পারে।