শান্তির নীড়ে মৃত্যুর ডামাডোল
মিঠাপানি যেন আজ বিষধর সরীসৃপ,
যে জলে আজ আগুন ঝলসায়
মহান প্রভুও বুঝি আচমকা অসহায়।
তৃপ্তির জল আজ দম কেড়ে নেয়
জলের স্রোতে ভাসে অবুঝ পশু,
মায়ের আঁচল ছিঁড়ে শিশুর ছিন্ন মায়ার জাল
এ যেন স্বপ্নের মত নিষ্ঠুর নিদানকাল।
পাষাণ প্রাচীরের গুপ্ত আঘাত
এ যেন স্বার্থের তরে আনিছে সংঘাত,
তার কি আসে যায় আমার বিপর্যয়ে
পাষণ্ড হাসে ঐ আমার পরাজয়ে।
কল্পনার বাইরে থাকা ভাবনাহীন দুখ্
আনিছে বঙ্গমাতার ঘরে সীমাহীন অসুখ,
হানিছে প্লাবন তাইফুন মহুরী সীমায়
ফেনি,ডাকাতিয়া, গোমতী আজ বড্ড অসহায়।
লক্ষ জন আজ হাহাকার করি
বাঁচিতে ডাকিছে তাঁরে, করে গগনবিদারী,
দয়াময় ওগো তুমি দয়ার সাগর
দয়া কর দয়া কর হইয়োনা কঠোর।
চেষ্টা চলছে খুব অসহায় পাশে
এখন সময় নাই হলো কার দোষে,
চলুন চলি মানবিক কাজে, মানব যদি
পরের তরে হোক কিছু নিজের ক্ষতি।