শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আলোচিত ব্যক্তিরাই সমালোচিত হয়: জনপ্রিয়তার বিষম বসন্ত -কৃষিবিদ মোঃ আতিকুর রহমান ময়মনসিংহে জমে উঠেছে ঈদ বাজার মোহনগঞ্জ-ময়মনসিংহ লোকাল ট্রেনটি চালুর দাবীতে রেলওয়ে মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ মহানগর জামায়াত মোহনগঞ্জ-ময়মনসিংহ লোকাল ট্রেনটি বন্ধ রাখার প্রতিবাদে এবং পুনরায় চালু দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন থানায় অপচিকিৎসার অভিযোগ করায় প্রেসক্লাবে ফেলে সাংবাদিককে পেটালেন সন্ত্রাসীরা ঈশ্বরগঞ্জে ফিলিস্তিনিদের জন্য দোয়া-মোনাজাতে কাঁদলেন রোজাদাররা ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে হাসেম মেম্বারের আত্মার মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দুর্নীতির বিরুদ্ধে ছাত্রসমাজকে রুখে দাঁড়াতে হবেঃ বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক আতিক

শামসুন নাহার হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন নতুন কমিটি

অবারিত বাংলা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটির ৪১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে আহ্বায়ক পদে সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি ও সদস্য সচিব পদে তানজীন চৌধুরী লিলির নাম ঘোষণা করা হয়েছে।

গত ২২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন  আহ্বায়ক সাবেক সংসদ সদস্য  নিলোফার চৌধুরী মনি সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটি গঠনের সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর অ্যালামনাই ফ্লোরে আয়োজিত এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে পূর্বে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে সভায় সর্বসম্মতিক্রমে সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনিকে  আহ্বায়ক   ও তানজিন চৌধুরী লিলিকে সদস্য সচিব করে ৪১ বিশিষ্ট সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।  এছাড়াও  ১২ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

আহ্বায়ক  ও সদস্য সচিব ছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম  আহ্বায়ক   পারভীন সুলতানা রাব্বী, নাজমুন নাহার নয়ন, শামীমা আরা স্বাতী, হালিমা খান লুচি, নূরজাহান খানম শান্তা, ড. সালাম আরজু কবিতা, নূরজাহান বেগম শিউলী, ব্যারিস্টার উর্মি রহমান, রেহানা কলি,  সদস্য হাসিনা মমতাজ, সদস্য (আইন)  মমতাজ মৌ, সদস্য (প্রচার),  মমতাজ লিপি, সদস্য (দপ্তর),  ইতি সূত্রধর, সদস্য বিথীকা বিনতে হোসাইন, ওয়াহিদা আঞ্জুম এলি, সেলিনা আক্তার, দিলরুবা আহমেদ, মোনালিসা শাহরিন, মিরানা, রিমা পারভীন, ফারহানা আক্তার লাকী, লাবণ্য বণ্যা, নুরুন্নাহার খান নিপু, নাসরিন সুলতানা ছুটি, রিনাত ফৌজিয়া রনি,  সেলিনা সুলতানা, জাহানারা বেগম হ্যাপী, উম্মে হাবীবা, শিল্পী রানী দত্ত, ফেরদৌসী বিনতে আলীম,  নূপুর রানী মন্ডল, কামরুন নাহার তারা, শাম্মী আক্তার, নাজমীন সুলতানা পপি, মনিকা মিত্র, লিপিকা মিত্র, জিনাত ফৌজিয়া রাখী, নাসিমা আক্তার, নুসরাত ইয়াসমিন সুমাইয়া।

১২ সদস্য বিশিষ্ট  উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- শামসুন নাহার হল প্রভোস্ট  অধ্যাপক ড. নাসরিন সুলতানা লাকী, অধ্যাপক ড. ফরিদা বেগম, সুলতানা ফেরদৌস আরা ডলি, মমতাজ শিরিন, সাইদা খানম আঙ্গুর, শাহীন আক্তার শিমুল, নিলুফার খানম নিলা, শাহীনূর ইসলাম মুন্নী, রাফেজা খাতুন লাইজু,  সুপ্রিয়া দাস, শিউলী আফসার, অধ্যাপক ড. শামীমা তাসনিম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব তানজীন চৌধুরী লিলি বলেন দ্রুত পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন