বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরীর গাঙ্গিনারপাড় ও নতুন বাজার সাংগঠনিক থানা শাখার নির্বাচিত আমীরগণের শপথ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে ময়মনসিংহ নগরীর একটি বেসরকারি বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গাঙ্গিনারপাড় সাংগঠনিক থানা শাখার নবনির্বাচিত আমীর এমদাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগরীর আমীর মাওলানা কামরুল আহসান এমরুল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, অর্থ সম্পাদক গোলাম মহসীন খান, শূরা ও কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল বারী।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যে পদ্ধতিতে দায়িত্বশীল নির্বাচন করেন সেই পদ্ধতি পৃথিবীর আর কোন দেশে নেই। জামায়াতে ইসলামীতে রুকনদের প্রত্যক্ষ ভোটে আমীর নির্বাচন করা হয়। এখানে কেউ প্রার্থী না আবার সবাই প্রার্থী। রুকনরা সবাই প্রার্থী। আবার কেউ নিজের নিজেকে দিতে পারবেন না। আমার মনে হয় এমন গোছানো ইসলামিক দল বাংলাদেশে নেই।
তিনি আরো বলেন, আল্লাহর মেহেরবানীতে আমাদের দুইজন ভাইকে দুটি থানায় দায়িত্ব দেয়া হয়েছে। এই দুইজন ভাই রুকনদের ভোটে নির্বাচিত হয়েছেন। ইসলামী আন্দোলনের দায়িত্ব কেউ চেয়ে নেন না। কারণ দায়িত্ব অনেক ভার। দায়িত্বের যথাযথ হক আদায় না করলে আল্লাহর তায়ালার সামনে কঠিন হিসাবের মুখোমুখি দাঁড়াতে হবে। আল্লাহ তায়ালা আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করার তৌফিক দান করুন- আমীন।
মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল এমরুল নব-নির্বাচিত গাঙ্গিনারপাড় সাংগঠনিক থানা আমীর এমদাদুল ইসলাম ও নতুন বাজার সাংগঠনিক থানা আমীর সুলতান মাহমুদ মোস্তাকিমকে বাংলাদেশে জামায়ায়াতে ইসলামীর গঠতন্ত্র থেকে নির্ধারিত শপথ পাঠ করান।
শপথ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের গাঙ্গিনারপড়া ও নতুন বাজার থানার দায়িত্বশীল রুকন ও কর্মীবৃন্দ।