বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাজাসহ মাদক কারবারি গ্রেফতার কুড়িগ্রামে চারটি সংসদীয় আসনে মোট ৩০টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে গৌরীপুরে দাঁড়িপাল্লা প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল ময়মন‌সিং‌হে সাংবাদিকদের নিয়ে আশা’র মতবিনিময় ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে শিবিরের মতবিনিময় ও প্রকাশনা বিতরণ আম্বালা ফাউন্ডেশনের ২ কর্মীর পরকীয়া,বিচার চেয়ে স্বামীর অভিযোগ কুড়িগ্রামে নাশকতার অভিযোগে আটক আলিম আল রেজা কারাগারে একটি আর্দশ ও উন্নত রাষ্ট্র গঠনে সকলের সহযোগিতার একান্ত প্রয়োজন – মাওলানা বদরুজ্জামান মানুষের অধিকার ফিরিয়ে দিতে কাজ করে যাচ্ছে জামায়াত – মাওলানা বদরুজ্জামান গৌরীপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন-সিজন ২১ উপলক্ষ্যে আব্দুল্লাহ এন্টারপ্রাইজ এর সারাদিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজন

ফুলবাড়ীয়া প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলবাড়িয়া’র রঘুনাথপুরে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১’ এর ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। এ উপলক্ষে মেসার্স  আব্দুল্লাহ এন্টারপ্রাইজ এর সারাদিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রঘুনাথপুর বাজারে ওয়ালটন এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মেসার্স আব্দুল্লাহ এন্টারপ্রাইজের আয়োজনে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১’ এর প্রচার-প্রচারণা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় কর্মসূচির অংশ হিসেবে শুভেচ্ছা বেলুন দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন, বিশাল র‌্যালি, মানবসৃষ্ট ডব্লিউ, টি শার্ট বিতরণ, পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, খাবার বিতরণ কর্মসূচি, ছেলেদের হা-ডু-ডু খেলা, মেয়েদের চেয়ার খেলা, শীত বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। এছাড়াও র‍্যাফেল ড্র এর মধ্যে পুরস্কার হিসেবে এলইডি টিভি, গ্রাইন্ডার, রাইসকুকার, গ্যাস স্টোভ, আয়রণ, কেটলি, ফ্রাইপ্যান, ফ্যান সহ মোট ৩০টি আকর্ষনীয় পুরস্কার রাখা হয়।

উক্ত প্রচারণায় উপস্থিত ছিলেন ওয়ালটনের হাই-টেক পিএলসির দায়িত্বপ্রাপ্ত রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ রুহুল আমিন, ট্রেইনি রিজিওনাল সেলস ম্যানেজার সাব্বির হাসান সৌরভ, ওয়ালটন ডিজি-টেক এর রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ ইসরাক নিবির, ওয়ালটন এসি ডিভিশনাল মার্কেট মনিটরঃ মোঃ লুতফর রহমান এবং মেসার্স আব্দুল্লাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীঃ রুবেল সরকার, রঘুনাথপুরের সম্মানিত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সারাদেশে চলছে ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১’। এর আওতায় ওয়ালটন পণ্য ক্রয়ে ক্রেতাদের জন্য ‘ডাবল মিলিয়ন’ অফার ঘোষণা করা হয়েছে ওয়ালটন কোম্পানী। অর্থাৎ দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্লাটফর্ম ই-প্লাজা থেকে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, ফ্যান(বিএলডিসি মডেল) কিনে ক্রেতাদের জন্য থাকছে সর্বোচ্চ ২০ লাখ টাকা পাওয়ার সুযোগ। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত পুরষ্কার।
গত শনিবার সকালে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় থেকে র‍্যালি শুরু করে রঘুনাথপুর বাজার প্রদক্ষিণ করে মেসার্স আব্দুল্লাহ এন্টারপ্রাইজ শো-রুমের সামনে গিয়ে শেষ হয়। প্রায় দশ শতাধিক লোকবল নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। ব্যান্ড পার্টির তালে তালে উক্ত র‌্যালীতে উৎসুক জনতা আনন্দচিত্তে অংশগ্রহণ করেন।

র‌্যালী শেষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা এবং মেয়েদের মনোমুগ্ধকর চেয়ার খেলা এবং সমস্ত মাঠ ‘উই লাভ ওয়ালটন’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। উক্ত ডিজিটাল ক্যাম্পেইন প্রোগ্রামে সামাজিক দায়বদ্ধতা থেকে স্থানীয় খেলার মাঠে প্রয়োজনীয় সংস্কার কাজ ও পরিষ্কার পরিচ্ছন্ন করে খেলার উপযোগী করে তোলা হয়।

প্রসঙ্গত, চলতি বছরের ১০ অক্টোবর থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ডিজিটাল ক্যাম্পইন সিজন-২১ এর আওতায় ক্রেতারা ওয়ালটন পণ্য ক্রয়ে ‘ডাবল মিলিয়ন’ অফারের সুবিধা পাবেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন