“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ০৬ জানুয়ারি সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে ওই ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ম্যারাথন প্রতিযোগিতা শেষে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ বলেন, তরুণদের সাথে নিয়ে সমাজ থেকে মাদক, জুয়া, ইভটিজিং সহ সকল অপরাধ নির্মলে কাজ করব। তরুণদের খেলাধুলায় আগ্রহ বাড়াতে উপজেলার প্রতিটি ইউনিয়ন সহ গ্রাম পর্যায়ে খেলাধুলার আয়োজন করা হবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক ইকবাল হোসাইন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার সহ প্রমুখ।