ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজধানী উত্তরায় বসবাসরত প্রায় ৪ শতাধিক নারী পুরুষের উপস্থিতিতে উত্তরাস্থ ঈশ্বরগঞ্জ ফোরামের প্রতিষ্ঠাতা কার্যকরী কমিটি ২০২৫-২০২৬ কমিটি গঠন ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার রাত ৮ ঘটিকায় উত্তরা ৩ নাম্বার সেক্টরে হোয়াইট হল সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রাথমিক ভাবে ২০ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের নাম ঘোষনা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. এনামুল হক ভূইয়া । সহ সভাপতি ৪ জন মো. মহিউদ্দীন মানিক , মো. আসাদুজ্জামান বিপুল, মো. জাহাঙ্গীর আলম, মো. কামরুল হাসান রাসেল। যুগ্ম সাধারণ সম্পাদক ২ জন মো. আবু তাহের ও আবু কায়ছারুল আলম নাঈম। আজিজুল হক রিপন সাংগঠনিক সম্পাদক, মো. আমির হামজা নাজিম সহ সাংগঠনিক সম্পাদক, মো. সালাহ উদ্দীন আহমেদ অর্থ সম্পাদক, মো. আবদুল মতিন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, এ্যাড. আতিকুর রহমান আতিক আইন বিষয়ক সম্পাদক, মো. আল মামুন দেওয়ান প্রচার সম্পাদক, শহিদুল ইসলাম সেলিম সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদক, মোজাম্মেল হোসেন নয়ন নির্বাহী সদস্য, ডাঃ আবুল হোসেন নির্বাহী সদস্য, মো. তোফাজ্জল হোসেন পলাশ নির্বাহী সদস্য, মো. শেখ নিরব আহমেদ স্বপন নির্বাহী সদস্য প্রমুখ। কার্যকরী কমিটি ঘোষনা শেষে প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোজাম্মেল হক নয়ন।