“এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ব্রেস্ট ক্যান্সার বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট (গাইনী এন্ড অবস) ডা. সালমা আক্তার, ডা. মোহাম্মদ মোরশেদ আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমাইয়া হোসেন লিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।
আলোচনা সভা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ব্রেস্ট ক্যান্সার বিষয় নিয়ে বিভিন্ন কর্মসূচী সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন। এছাড়া ৫ হাজার লিফলেট গ্রাম পর্যায়ে বিতরণ করা হবে বলে জানানো হয়।