ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি প্রয়াত আবুল হাসেম মেম্বারের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফরতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৮ মার্চ) আবুল হাসেম মেম্বার স্মৃতি পরিষদের আয়োজনে পৌর এলাকার শিমরাইল গ্রামে হাসেম মেম্বারের বাড়ির আঙ্গিনায় ওই দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহ্ নূরুল কবির শাহীন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহব্বায়ক
মো. সাইফুল ইসলাম চকদার ঝুলন,শাহ মোফাজ্জল হোসেন টিপু, সদস্য নজরুল ইসলাম বাচ্চু। ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির আহবায়ক মো. সায়েদুল হক, যুগ্ম আহ্বায়ক রফিকুল আল আজাদ দুলাল, মেহেদী হাসান রুবেল,
মো. হায়দার আলী,জহিরুল ইসলম সুজন, সদস্য মো. মানিক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন, ইনোসেন্ট চাইল্ড স্কুলের পরিচালক আমজাদ হোসেন সোহেল ও আবুল হাসেম মেম্বার স্মৃতি পরিষদের দিপুসহ স্থানীয় হাজারও বাসিন্দা। মঙ্গলবার বাদ আসর কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মীরা পরম শ্রদ্ধায় দলীয় রাজনীতিতে আবুল হাসেম মেম্বারের কথা স্মরণ করেন। পরে প্রায় ১ হাজার মানুষের মাঝে বিড়িয়ানির প্যাকেট বিতরণ করা হয়। শেষ পর্যায়ে মাইজহাটি মসজিদের ইমাম আবু বক্কর সিদ্দিক পরিচালনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত আবুল হাসেম মেম্বারের আত্মার মাগফিরাত এবং মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করেন।