মোহনগঞ্জ-ময়মনসিংহ লোকাল ট্রেনটি চালুর দাবীতে রেলওয়ে মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান
মোহনগঞ্জ-ময়মনসিংহ লোকাল ট্রেনটি চালুর দাবীতে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বরাবর স্মারকলিপি জমা দিয়েছে মোহনগঞ্জ উন্নয়ন ফোরাম।
রবিবার (২৩ মার্চ) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বরাবর স্মারকলিপি জমা দেন মোহনগঞ্জ উন্নয়ন ফোরাম।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় ময়মনসিংহ-মোহনগঞ্জ লোকাল (২৬২/২৬১ এবং ২৬৪/২৬৩) ট্রেনটি গত বছরের ২৮ ডিসেম্বর থেকে চলাচল বন্ধ রয়েছে। এই ট্রেনটি দিয়ে ময়মনসিংহ, নেত্রকোণা ও সুনামগঞ্জ জেলার সাধারণ জনগণ যাতায়াত করেন। ট্রেনটি বন্ধ থাকায় এই অঞ্চলের হাজার হাজার সাধারণ মানুষ যাতায়াতে চরম দূর্ভোগ পোহাচ্ছে। সামনে ঈদ যাত্রায় সাধারণ মানুষের দূর্ভোগ আরও বাড়বে।
এমতাবস্থায়, জন দূর্ভোগ লাগবে ঈদ যাত্রা সহজ করার লক্ষে ঈদের আগেই ট্রেনটি চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে মোহনগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোঃ আল হেলাল তালুকদার বলেন,ঈদ যাত্রাকে আনন্দময় করে তুলতে মোহনগঞ্জ-ময়মনসিংহ লোকাল ট্রেনটি চালু করা সময়ের দাবী। আমরা রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি বিনয়ের সাথে বলতে চাই আপনারা অতি শীঘ্র এই ট্রেনটি পুনরায় চালুর ব্যবস্থা নিবেন। সাধারণ মানুষের অসম দুর্ভোগ লাগবে ট্রেনটি ঈদের আগেই চালু করে দিবেন। আমাদের এই দাবী আদায় না হলে ঈদের আগে আমরা আরও বড় কর্মসূচি গ্রহণ করবো।
উল্লেখ গত (২১ মার্চ) শুক্রবার মোহনগঞ্জ-ময়মনসিংহ লোকাল ট্রেনটি বন্ধ রাখার প্রতিবাদে এবং পুনরায় চালু দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ ও মোহনগঞ্জ উন্নয়ন ফোরাম।