গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে ময়মনসিংহে জামায়াত ও বিএনপির বিক্ষোভ মিছিল।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে নগরীর রাজপথে পৃথকভাবে বিক্ষোভ করেছে মহানগর জামায়াতে ইসলামি ও মহানগর যুবদল। একই ইস্যুতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল আয়োজনের সিদ্ধান্ত থাকলেও, সংঘর্ষ এড়াতে তা স্থগিত করেছে এনসিপি।
বিকেল সাড়ে ৪টায় নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামি। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে শেষ হয়। মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ আজও তার পুরোনো চেহারায় ফিরে গিয়ে দেশব্যাপী নৈরাজ্য ও সহিংসতার মাধ্যমে গণআন্দোলন দমন করতে চাচ্ছে। গোপালগঞ্জের ন্যক্কারজনক হামলা সেই প্রমাণ বহন করে।” তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
বিক্ষোভে মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, সহকারী সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম, আনোয়ার হাসান সুজন, অর্থ সম্পাদক গোলাম মহসিন খানসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একই সময়ে নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে মহানগর যুবদল। মিছিলের সময় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা জামায়াতে ইসলামির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়, যা রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনার জন্ম দেয়। যুবদলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, “জামায়াত-শিবির এবং সেই নতুন দলকে বুঝিয়ে দিতে চাই জাতীয়তাবাদি দল ছাড়া কোন গণ মানুষের দল নেই। বর্তমানে শান্তি ও শৃঙ্খলার আড়ালে পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা তৈরি করে নির্বাচন পেছানোর অপচেষ্টা চলছে।
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু। আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি রুহুল আমিন খান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিনসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
একই দাবিতে নগরীর টাউন হল চত্বর থেকে পৃথক বিক্ষোভ মিছিল করে দক্ষিণ জেলা যুবদল। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল কবীর মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম খান রাজুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।
একই দিনে পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বিক্ষোভ কর্মসূচি পালনের প্রস্তুতি থাকলেও, নগরীতে জামায়াত ও যুবদলের পৃথক বিক্ষোভ মিছিলের কারণে সম্ভাব্য উত্তেজনা ও সংঘর্ষ এড়াতে কর্মসূচি স্থগিত করেছে এনসিপি।