বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরীপুরে শিবিরের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে তরুণদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত চোর সন্দেহে পিটিয়ে হত্যা জঘন্যতম অপরাধ চরমভাবে মানবাধিকার লংঘন করা হয়েছে ময়মনসিংহে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ময়মনসিংহে ইন্টার্ন ডক্টরস সোসাইটির শীতবস্ত্র বিতরণ পরকীয়া প্রতিরোধে আইন চেয়ে ভুক্তভোগী স্বামীর সংবাদ সম্মেলন ময়মনসিংহে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাজাসহ মাদক কারবারি গ্রেফতার কুড়িগ্রামে চারটি সংসদীয় আসনে মোট ৩০টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে গৌরীপুরে দাঁড়িপাল্লা প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল ময়মন‌সিং‌হে সাংবাদিকদের নিয়ে আশা’র মতবিনিময়

নতুন রেজিস্ট্রারের দক্ষতায় নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক জটিলতা এখন শূন্যের কোঠায়, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১০০১ বার পড়া হয়েছে

নতুন রেজিস্ট্রারের দক্ষতায় নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক জটিলতা এখন শূন্যের কোঠায়, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার হিসেবে প্রফেসর ড. মো. মিজানুর রহমান

শিক্ষকের দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসনিক কার্যক্রমে যুগান্তকারী পরিবর্তন এনেছে।

২০০৬ সালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় তার সূচনালগ্ন থেকেই নানা প্রশাসনিক জটিলতা ও বিতর্কের সম্মুখীন হয়েছে। পূর্বে কর্মকর্তা থেকে উঠে আসা রেজিস্ট্রারদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি ও আর্থিক অনিয়মের অভিযোগ ছিল চরমে। যা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমকে ব্যাহত করত।

জানা যায়, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. মিজানুর রহমান দায়িত্বভার গ্রহন করেন ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর। তিনি বিশ্ববিদ্যালয়ে ২০০৮ সালে প্রভাষক হিসেবে যোগদান করে বর্তমানে অধ্যাপক (গ্রেড-১) হিসেবে আছেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রেজিস্ট্রার হিসেবে ড. মো. মিজানুর রহমানের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রশাসনিক কার্যক্রমে গতি বেড়েছে। একাডেমিক এবং প্রশাসনিক বিষয়গুলোর মধ্যে সমন্বয় অনেক সহজ হয়েছে। এর ফলে ফাইল চালাচালির দীর্ঘসূত্রিতা কমেছে এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দ্রুত হয়েছে। বিশেষ করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন জটিলতা দ্রুত নিরসন হচ্ছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রাজ্জাক জানান, আগে যেকোনো প্রশাসনিক কাজের জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হতো। এখন আমাদের আবেদনগুলো দ্রুততার সাথে সমাধান হচ্ছে।

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ড. মাহবুবর রহমান বলেন, “রেজিস্ট্রার স্যার যেহেতু নিজেই একজন শিক্ষাবিদ, তাই শিক্ষা সংশ্লিষ্ট নীতি প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে তার গভীর জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগছে। এখন আমাদের সব একাডেমিক ও প্রশাসনিক স্থবিরতার সমস্যা দ্রুত সমাধান হচ্ছে।

বিশ্ববিদ্যালয়েরর ভিসি দপ্তরের কর্মকর্তা আলমগীর কবির জানান, “প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আমরা এখন আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করতে পারছি। কারণ, আমাদের কাজের মূল্যায়ন হচ্ছে এবং সিদ্ধান্ত গ্রহণে অযথা কোনো চাপ নেই।

এ বিষয়ে অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই আমি একটি লক্ষ্য নিয়ে কাজ করছি। আর তা হলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থায় গতিশীলতা ও স্বচ্ছতা ফিরিয়ে আনা। আমরা সব ধরনের দীর্ঘসূত্রিতা দূর করতে এবং ফাইল চালাচালির প্রক্রিয়াকে সহজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে নজরুল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন দায়িত্ব পালন করা সাবেক রেজিস্ট্রার ড. হুমায়ুন কবিরের বিরুদ্ধে গুরুতর আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নিয়োগে স্বজনপ্রীতি এবং আর্থিক দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ এনেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের তদন্ত কমিটি তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের তদন্ত হচ্ছে।

উল্লেখ  বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০ হাজার শিক্ষার্থী এবং ২২০ জন শিক্ষক রয়েছেন, পাশাপাশি প্রায় ৪০০ জন কর্মকর্তা কর্মচারী রয়েছেন। শিক্ষার্থীদের দাবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান এখন অনেক উন্নত। নিয়মিত ক্লাস, পরীক্ষা এবং ফলাফল প্রকাশ নিশ্চিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে পড়ালেখার প্রতি আগ্রহ বেড়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল এবং শিক্ষার্থীবান্ধব।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন