বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে রোগিদের হেনস্থাকারী চাঁদাবাজ দালাল চক্রের ৫ জন গ্রেফতার ন্যায়ের পথে হস্তক্ষেপ হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শাপলা প্রতীক নিয়েই এনসিপি নির্বাচনে অংশ নিবে-সারজিস আলম সময় এসেছে তরুণদের কণ্ঠস্বরকে মূল্য দেওয়ার-অমিত রায় নভেম্বরের ভিতরেই গণভোটের আয়োজন করতে হবে-কামরুল আহসান এমরুল কুড়িগ্রামের উলিপুরে ফাজিল পরীক্ষা কেন্দ্রের ভেন্যু স্থানান্তরে অসন্তোষের সৃষ্টি হয়েছে মানুষের কাছ থেকে ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায়ের চেষ্টা করছি-ওয়াহাব আকন্দ আমরা এমন এক প্রজন্ম গড়ে তুলি যারা জ্ঞান, চরিত্র ও দায়িত্ববোধে উজ্জ্বল- আসিফ আব্দুল্লাহ ময়মনসিংহে পাঁচ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ ও কর্মীদের ত্যাগ-কোরবানী বাংলাদেশের জমিনকে উর্বর করেছে – মাও. আব্দুল হালিম

ব্যাংকের ভিতরে টাকা গুনে দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নিলেন প্রতারক চক্র

হামিমুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১১৮০ বার পড়া হয়েছে

ব্যাংকের ভিতরে টাকা গুনে দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নিলেন প্রতারক চক্র

ময়মনসিংহ প্রতিনিধব
ময়মনসিংহের ভালুকায় ব্যাংক থেকে তুলার পর গুনে দেয়ার কথা বলে শিখা রানী (৩৫) নামে এক নারীর ৮০ হাজার টাকা প্রতারণা করে নেয়ার অভিযোগ উঠেছে।

প্রতারণার শিকার শিখা রানী উপজেলার ভায়াবহ গ্রামের মানিক চন্দ্র দাসের স্ত্রী।

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের সোনালী ব্যাংক ভালুকা শাখায় এই ঘটনা ঘটে।

প্রতারণার শিকার শিখা রানীর ভাস্য, মেয়েকে বিয়ে দেওয়ার জন্যে সোনালী ব্যাংক ভালুকা শাখায় অল্প অল্প করে টাকা জমাচ্ছিলেন। জানুয়ারী মাসে জেলার গফরগাঁওয়ে বিয়ের হওয়া কথা। তাই, তিনি টাকা তুলতে সোনালী ব্যাংকে যান। সেখানে গিয়ে এক লাখ ৫ হাজার টাকা তুলেন। এসময় ব্যাংকে একাধিক প্রতারক গুনে দেওয়ার কথা বলে ওই নারীর হাত থেকে টাকাগুলো নেন। পরে টাকা গণনা শেষে প্রতারক চক্র ওই নারীর হাতে টাকা দিয়ে দেন। টাকা নিয়ে শিখা রানী জুয়েলারী দোকানে গিয়ে আবারও টাকা গুনে ৮০ হাজার টাকা কম পান। পরে সাথে সাথে ব্যাংকে এসে বিষয়টি জানান।

ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) চন্দন চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ব্যাংকের ভিতর থেকেই ওই নারীর টাকা প্রতারকরা নিয়ে গেছে।

সোনালী ব্যাংক ভালুকা শাখার ব্যবস্থাপক সাইদুর রহমান বলেন, ঘটনাটি জানার সাথে সাথেই পুলিশকে অবহিত করেছি। পরে পুলিশ এসে ব্যাংকের সিসিটিভি ফুটেজ নিয়ে গেছে।

এবিষয়ে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে প্রতারকদের চিন্হিত করার চেষ্টা চলছে। প্রতারণার শিকার ওই নারীকে থানায় লিখিত অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে।

হামিমুর রহমান
ময়মনসিংহ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন