শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কটিয়াদীতে নাইট টুর্নামেন্ট ফুটবল খেলা অনুষ্ঠিত  রোটারেক্ট ক্লাব অফ ময়মনসিংহ মেডিকেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প সন্ধানী ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প কটিয়াদীতে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালিত নান্দাইলে ৪ হাজার এসএসসি শিক্ষার্থীকে ইউএনও’র খোলা চিঠি ঈশ্বরগঞ্জে ৫৫০০ এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিচ্ছে বিএনপি ঈশ্বরগঞ্জে ভাড়া-নৈরাজ্য ঠেকাতে ১৩ যানবাহন ডাম্পিং, জেল-জরিমানা ময়মনসিংহ নগরবাসীর পছন্দ “লুমিনাস রেস্টুরেন্ট” আলোচিত ব্যক্তিরাই সমালোচিত হয়: জনপ্রিয়তার বিষম বসন্ত -কৃষিবিদ মোঃ আতিকুর রহমান ময়মনসিংহে জমে উঠেছে ঈদ বাজার

ঈশ্বরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে অনির্দিষ্টকালের কলম বিরতি

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১২৪৫ বার পড়া হয়েছে
ঈশ্বরগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক,কর্মকর্তা ও কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি(কলম বিরতি) পালন শুরু করেছেন। বুধবার (১১ জানুয়ারি) সকাল থেকে এ কর্মবিরতি শুরু করেন তারা। উপজেলা সাব-রেজিস্ট্রার কর্মকর্তা মো. নোয়াজ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীকে গত মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে শিবগঞ্জ সাব-রেজিস্ট্রি কার্যালয়ে ঢুকে সরকারি দায়িত্ব পালনকালে সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হায়াত কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত হন। পরে ওই সাব-রেজিস্ট্রারের মোবাইল ছিনিয়ে নিয়ে তার উষ্কানিতে একদল দুষ্কৃতকারী ইউসুফ আলীর উপর দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। এতে সাব-রেজিস্ট্রার ইউসুফ আলী মারাত্মকভাবে আহত হন। এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লিখিত এক প্যাডে ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ার পর্যন্ত সারা দেশে জেলা রেজিস্টার ও উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি ঘোষণা করে বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন।

এবিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার কর্মকর্তা মো. নোয়াজ মিয়া জানান, আমাদের সহকর্মী সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের নির্দেশনা অনুযায়ী আমরা ঈশ্বরগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের সকল দলিল লেখক, কর্মকর্তা- কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি(কলম বিরতি) পালন করছি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে এমন ঘটনা যেন আর না ঘটে সেজন্য হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন